'সুপ্রিম' রায়ে স্বস্তি পেল ফেসবুক ইন্ডিয়া, হাইপ্রোফাইল মামলা ঘিরে কোন নির্দেশ
ফেসবুক ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান এবং এমডি অজয় মোহন শেষমেশ স্বস্তি পেলেন হাইপ্রোফাইল মামলায়। এদিন সুপ্রিম কোর্ট ফেসবুক ইন্ডিয়াকে ঘিরে কোনও কড়া পদক্ষেপ থেকে দিল্লির অ্যাসেম্বলি প্যানেলকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্যানেল যাতে বিরত থাকে, তার বার্তা দিয়েছে ফেসবুক। দিল্লির অশান্তি ঘিরে অ্যাসেম্বলি প্যানেল ফেসবুক কর্তৃপক্ষকে আগেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। প্রসঙ্গত, দিল্লিতে বছরের শুরুতে যে অশান্তি দেকা গিয়েছে, সেই সময় ফেসবুকের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে বলে দাবি দিল্লি অ্যাসেম্বলি প্যানেলের। এদিকে, দিল্লি বিধানসভার তরফে তৈরি ওই প্যানেলের সিদ্ধান্ত ঘিরে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়।
এরপরই দিল্লি বিধানসভার সচিবদের এদিন আদালতের রায় জানিয়ে নোটিস পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। উল্লেখ্য, দিল্লি অশান্তি নিয়ে সেপ্টেম্বর ১০ ও সেপ্টেম্বর ১৮ তারিখে দিল্লি বিধানসভার তরফে ফেসবুক ইন্ডিয়ার এমডি অজয় মোহনকে চিঠি পাঠানো হয়। সেই চিঠির বিরুদ্ধে গিয়ে ই সুপ্রিম কোর্টে মামলা করেন অজয় মোহন। যার রায়ে এদিন কার্যত স্বস্তি পেলেন ফেসবুক ইন্ডিয়ার প্রধান।

প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর বাবদ খরচ কত? একই প্রশ্নের আলাদা তিন রকম জবাব কেন্দ্রের