For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM security breach: ৪ সদস্যের কমিটির নেতৃত্বে অবসর প্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রা, জানাল শীর্ষ আদালত

PM security breach: ৪ সদস্যের কমিটির নেতৃত্বে অবসর প্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রা, বাকি সব তদন্তে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ত্রুটি সংক্রান্ত মামলায় চার সদস্যের কমিটি গড়ে দিল শীর্ষ আদালত। সেই কমিটির শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রা। সেই সঙ্গে বাকি সব তদন্তে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

৪ সদস্যের কমিটির নেতৃত্ব নির্ধারণ সুপ্রিম কোর্টের

৪ সদস্যের কমিটির নেতৃত্ব নির্ধারণ সুপ্রিম কোর্টের

পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ত্রুটির ঘটনার মামলায় তদন্তের যে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার নেতৃত্বে কে থাকবেন সেটাও নির্ধারণ করে দিয়েছে শীর্ষ আদালত। তাতে নেতৃত্বে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দু মলহোত্রাকে। তাঁর নেতৃত্বেই তদন্ত করবে কমিটি। সেই সঙ্গে যে তদন্ত কমিটি গুলি আলাদা করে তদন্ত চালাচ্ছিল সবগুলির ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

কে কে রয়েছেন কমিটিতে

কে কে রয়েছেন কমিটিতে

সুপ্রিকোর্ট নির্ধারিত কমিটিতে রয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের একজন রেজিস্টার জেনারেল। এবং তার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রা। তিনি তদন্তের গতিবিধি নজরে রাখবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন্না জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তদন্তের রিপোর্ট জমা দেবে এই কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য ঘটনার পরেই পাঞ্জাব সরকার ৩ সদস্যের কমিটি গঠন করেছিল। ৩ দিনের মধ্যে সেই কমিটি রিপোর্ট দিয়েছিল। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও পৃথক কমিটি গঠন করেছিল। সেই কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনও করেছিলেন।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ

পাঞ্জাবের ফিরোজপুরে সভা করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় যাওয়ার পথে কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী মোদীর কনভয়। তারপরেই ফিরোজপুরের সভা বাতিল করে ফিরে যান তিনি। কীভাবে প্রধামন্ত্রীর গতিপথ আটকানো হল তা নিয়ে প্রশ্ন ওঠে। পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ করা হয়। যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা এবং তাঁর গতিবিধি সম্পূর্ণ কেন্দ্রীয় সংস্থার হাতে থাকে। রাজ্য পুলিশের কাছে এর কোনও তথ্যই থাকে না।

 রাজনৈতিক টানাপোড়েন

রাজনৈতিক টানাপোড়েন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ত্রুটি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ফিরোজপুরের সভায় লোক হয়নি জানতে পেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তায় ত্রুটির কথা বলছেন। পাঞ্জাবের কৃষকরা মোদীকে ফিরিয়ে দিয়েছেন সেকথা বুঝতে পেরেই বিজেপি এই নিয়ে রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে। এদিকে বিজেপি নেতারা প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তাঁর প্রাণ সংশয়ের শঙ্কা প্রকাশ করেছিলেন। এর জন্য পাঞ্জাব সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

English summary
Supreme Court make 4 member committee to probe PM security breach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X