For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী আক্রান্ত জঙ্গিদের হাতে! গায়ে কাঁটা দেওয়া কাহিনি প্রকাশ্যে

ঘটনা ২০১৬ সালের। সেই সময় গোল্ডেন টেম্পল ট্রেনে সফর করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহা ফইজ। এই ফরহা ফইজই সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে আবেদন করেন।

Google Oneindia Bengali News

ঘটনা ২০১৬ সালের। সেই সময় গোল্ডেন টেম্পল ট্রেনে সফর করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহা ফইজ। এই ফরহা ফইজই সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে আবেদন করেন। আর ট্রেনে সফররত অবস্থায় তাঁর ওপর চড়াও হয় আইএসআইএস-এর কুখ্যাত জঙ্গি শাকিব ও তার গ্যাং। এবিষয়ে চার্জশিট গঠন করেছে দিল্লি পুলিশ।

ট্রেনে সুপ্রিম কোর্টের আইনজীবী আক্রান্ত জঙ্গিদের হাতে! গায়ে কাঁটা দেওয়া কাহিনি প্রকাশ্যে

বহু দিন ধরেই দিল্লি পুলিশের 'মোস্ট ওয়ান্টেড ' তালিকায় ছিল শাকিব। এরপর ২০১৮ সালে জাতীয় তদন্তকারী দল দিল্লির বুক থেকে গ্রেফতার করে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে। যারা রাজধানীতে বসে আইএসআইএস -এর হয়ে নাকশকতার ছক কষছিল।হারকত-উল-হারেব-ইসলাম সংগঠনের এই ধৃতরা বেশ কয়েকজন রাজনীতিবিদকে খুন করার ছক কষে বলেও দাবি জাতীয় তদন্তকারী দলের।

আর এই ১০ জনের মধ্যেই ছিল শাকিব। শাকিবকে গ্রেফতার করার পরই তার ছবি প্রকাশিত হয় সংবাদপত্রে। আর সেই ছবি সংবাদপত্রে দেখা মাত্রই শরীর শিউরে ওঠে ফইজ ফারহার। তাঁর মনে পড়ে যায় ২০১৬ সালের গোল্ডেন টেম্পল ট্রেনের ঘটনা। সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন জাতীয় তদন্তকারী দলের সদর দফতরে। জানান গোটা ঘটনার কথা। অভিযোগর ভিত্তিতে শুরু হয় নতুন করে তদন্ত। আর সেই তদন্তেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তিল তালাকের বিরুদ্ধে ফারহা আবেদন করায়, তাঁর ওপর ট্রেনে জঙ্গিরা চড়াও হয়েছিল ২০১৬ সালে। এরপর শাকিবকে জেরার পালা শুরু হয়। জেরার মুখে শাকিব জানায়, তাদের মনে হয়েছিল ফায়াজ ফারহা ধর্মের বিরুদ্ধে যাচ্ছেন। মহিলা হয়ে এমন ধর্মের বিরুদ্ধাচারণের আচরণ মেনে নিতে পারেনি শাকিব, আর সেই জন্যই সেদিন ফায়াদের ওপর চড়াও হয়েছিল সে। ঘটনার কথা জানার পরই গঠিত হয় চার্জশিট।

English summary
The Special Cell of Delhi Police has filed a chargesheet in the case where a Supreme Court lawyer Farah Faiz, who had filed a petition to abolish triple talaq attacked.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X