For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাটা-র চেয়ারম্যান পদে সাইরাসকে বসানোর ট্রাইবুনালের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

Google Oneindia Bengali News

টাটা সন্স-এর এগজিকিউটিভ চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রির পুনর্নিয়োগের জাতীয় কোম্পানি ট্রাইবুনালের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গতবছরের ১৮ ডিসেম্বর জাতীয় কোম্পানি ট্রাইবুনাল ঘোষণা করে যে ফের টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসবেন সাইরাস মিস্ত্রি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে ২ জানুয়ারি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় টাটা সনস কতৃপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতেই এই স্থগিতাদেশ জারি শীর্ষ আদালতের।

টাটা-র চেয়ারম্যান পদে এখনই নয় সাইরাস

তবে ৫ জানুয়ারি সাইরাস জানিয়ে দেন যে ট্রাইবুনালেন সিদ্ধান্ত সত্ত্বেও টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে আর ফিরবেন না তিনি। এর আগে জাতীয় কোম্পানি ট্রাইবুনালের তরফে বলা হয়, সাইরাসকে সরিয়ে এন চন্দ্রাকে চেয়ারম্যান পদে বসানোকে একেবারেই বেআইনি ছিল। এরপরেই অবিলম্বে সাইরাল মিস্ত্রিকে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানোর নির্দেশ দেয় ট্রাইবুনাল।

সাইরাসকে পদ ফিরিয়ে দেওয়ার জন্য একমাস সময় দেওয়ার হয়েছে রতন টাটাদের। তারমধ্যে টাটার পক্ষ থেকে আবেদন জানানো যাবে বলেও জানিয়েছিল ট্রাইবুনাল। সেই মতোই আজ শীর্ষ আদালতে গেল টাটা কতৃপক্ষ। কোম্পানি ট্রাইবুনালে মুম্বই বেঞ্চে নিজের অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন সাইরাস মিস্ত্রি। এছাড়াও আরও দুটি বিনিয়োগকারী সংস্থা এই আবেদন জানিয়েছিল।

২০১২ সালে রতন টাটা অবসর ঘোষণা করার পর সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। কিন্তু তারপরে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় বসেন এন চন্দ্র। তারপরেই সাইরাস মিস্ত্রির পারিবারিক সংস্থা এবং অংশীদাররা টাটা সন্স এবং রতন টাটার বিরুদ্ধে কোম্পানি ট্রাইবুনালে আবেদন জানান। সেই প্রেক্ষিতেই অই রায় দিয়েছে কোম্পানি ট্রাইবুনাল।

English summary
supreme court issues stay order on cyru reinstation as tata chairman as ordered by nclat,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X