আজ ফের শুনানি, শীর্ষ আদালতে কর্ণাটক রাজ্যপালের বিরুদ্ধে এই যুক্তি দিতে যাচ্ছে কংগ্রেস
আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায়, ফের সুপ্রিম কোর্টে কংগ্রেসের দায়ের করা মামলার ভিত্তিতে কর্ণাটক সরকার গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। ইয়েদুরাপ্পা রাজ্যপালের কাছে সাতদিন সময় চেয়েছিলেন সংখ্যা গরীষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য। কিন্তু রাজ্যপাল তাঁদের ১৫ দিনের সময় দিয়েছেন। রাজ্যপালের সিদ্ধান্ত যে অসাংবিধানিক তার সপক্ষে এই ঘটনাকে অস্ত্র করতে চলেছে কংগ্রেস।

কংগ্রেস ও জেডি(এস) জোট ইয়েদুরাপ্পার শপথ গ্রহণের বিরোধিতা করে, গভর্নর বাজুভাই ভালার বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' বলে চ্যালেঞ্জ করেছিল। তাদের দাবি রাজ্যপাল বাজুভাই কর্ণাটকে বিজেপিকে সরকার গঠনে অতিসক্রিয় ভূমিকা নিচ্ছেন। তার প্রমাণ হিসেবে রাজ্যপালের দেওয়া ১৫ দিনের সময়সীমার ঘটনাকে যুক্তি হিসেবে পেশ করতে চলেছে কংগ্রেস। সংশ্লিষ্ট অনেকের দাবি, শীর্ষ আদালত এই সময়সীমা কমিয়ে ৭ দিন করতে পারে। ইতিমধ্যেই কর্নাটক সরকার ও বিজেপি নেতা তথা মুখ্য়মন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে নোটিশ দিয়েছে কোর্ট। জানতে চেয়েছে কংগ্রেস-জেডি(এস)-এর আবেদন নিয়ে তাদের বক্তব্য।
#Hyderabad: Visuals from Park Hyatt Hotel. Congress MP from #Karnataka, DK Suresh, says, 'They (MLAs) are coming here, we are arranging everything here. We are waiting for them, in another 2 hours they will come, JD(S) and Congress both.' pic.twitter.com/CGDVINUOSU
— ANI (@ANI) May 18, 2018
পাশাপাশি কংগ্রেস, আজ দেশ জুড়ে 'গনতন্ত্র বাঁচাও দিবস' পালন করবে। দক্ষিণের রাজ্যে বিজেপি যে আসাংবিধআনিক পথে রাজনৈতিক খেলা খেলছে তার প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা। অন্যদিকে, এখন বিজেপির একমাত্র পাখির চোখ কংগ্রেস ও জেডি (এস) এমএলএ-দের ভাঙানো। সে মামলা বা তদন্তের চাপ দিয়ে হোক, বা পদ অথবা অর্থের লোভ দেখিয়ে। আর তা আটকাতে হায়দরাবাদের পার্ক হায়াত হোটেলে স্থানান্তর করা হচ্ছে কংগ্রেস ও জেডিএস বিধায়কদের। কাল রাতে খবর ছিল তাঁদের নিয়ে যাওয়া হবে কোচির ক্রাউন হোটেলে।