For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ভ্যাকসিনের দামে এত বড়সড় বৈষম্য ? দেশজোড়া বিতর্কের মুখেই সুপ্রিম তোপে মোদী সরকার

কেন ভ্যাকসিনের দামে এত বড়সড় বৈষম্য ? কেন্দ্রের কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের

  • |
Google Oneindia Bengali News

১ মে থেকে দেশের সমস্ত প্রাপ্তবয়ষ্কদের টিকাকরণের লক্ষ্যমাত্র নিয়ে কেন্দ্র। এদিকে এরইমাঝে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের নতুন দামও ঘোষণা করে ফেলেছে দুই টিকার দুই প্রস্তুতকারক সংস্থা সিরাম ইন্সস্টিটিউট ও ভারত বায়োটক। যাতে কেন্দ্র ও রাজ্যকে বিক্রি করা ভ্যকসিনের দামে বড়সড় বৈষম্যও দেখা যাচ্ছে। যা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক অব্যাহত বিভিন্ন মহলে। এবার এই বৈষম্যের পিছনে কী কারণ রয়েছে তা কেন্দ্রে কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।

কেন ভ্যাকসিনের দামে এই বৈষম্য ?

কেন ভ্যাকসিনের দামে এই বৈষম্য ?

এদিন করোনা নিয়ে একটি মামলায় ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। দেশের এই জরুরি অবস্থায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে ভ্যাকসিনের দাম ভিন্ন কেন, এর যৌক্তিকতাও বা কী তা নিয়ে সরকারের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরাসরি কেন্দ্রের কাছে জানতে চান, করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য আলাদা দামে পাবে কেন? এ বিষয়ে কেন্দ্রের জবাবও তলব করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম তোপে কেন্দ্র

সুপ্রিম তোপে কেন্দ্র

অন্যদিকে অক্সিজেন সঙ্কট ও করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট ভাষায় জানিয়েছে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত হস্তক্ষেপ করবে। সরকার কাজ না করতে পারলে সেই দায়িত্ব হাতে তুলে নেবে আদালতই। এদিন শুনানিতে শীর্ষ আদালত জানায়, "এখন জাতীয় বিপর্যয় চলছে গোটা দেশে। এই কঠিন সময়ে আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। তাই যখন মনে হবে সেই দায়িত্ব কাঁধে তুলে নেহে আদালত।"

 অত্যাবশ্যকীর ওষুধের জোগান নিয়ে কী ভাবছে কেন্দ্র ? প্রশ্ন সুপ্রিম কোর্টের

অত্যাবশ্যকীর ওষুধের জোগান নিয়ে কী ভাবছে কেন্দ্র ? প্রশ্ন সুপ্রিম কোর্টের

পাশাপাশি এদিন করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের পরিকল্পনাও জানতে চায় আদালত।এদিন সলিসিটর জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন, 'টিকাকরণই কি এই মুহূর্তে করোনা মোকাবিলার একমাত্র উপায়? জাতীয় বিপর্যয় চলছে, সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?' এদিকে করোনা চিকিত্সায় অত্যাবশ্যকীর ওষুধের জোগান নিয়ে যেসব প্রশ্ন উঠছে তার সমাধানে কেন্দ্র কী ভাবছে সেই বিষয়েও এদিন জানতে চায় সুপ্রিম কোর্ট।

 আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

এদিতকে রাজ্য এবং কেন্দ্রের কাছে ভ্যাকসিনের ভিন্ন ভিন্ন দাম হওয়ায় একাধিক রাজ্য এই নিয়ে প্রশ্ন তুলেছে। সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। এদিকে কোভিশিল্ডের প্রস্তুতকারক সংস্থা সিরাম ইন্সস্টিটিউট তাদের সাম্প্রতিক ঘোষণায় জানিয়েছে রাজ্যগুলিকে এখন থেকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্র প্রতি ডোজ টিকা পাবে আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ১৫০ টাকাতেই। নতুন দাম জারি করেছে ভারত বায়োটেকও। আর এখানেই দানা বাঁধছে বিতর্ক।

English summary
Modi government is facing criticism from the Supreme Court in the face of nationwide controversy over corona vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X