For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলবার সকালে ফাঁসি ৪ জনের, নির্ভয়া কাণ্ডে সুপ্রিম কোর্ট খারিজ করল মার্জনার শেষ আবেদন

মঙ্গলবার সকালে ফাঁসি ৪ জনের, নির্ভয়া কাণ্ডে সুপ্রিম কোর্ট খারিজ করল মার্জনার শেষ আবেদন

  • |
Google Oneindia Bengali News

নির্ভয়া ধর্ষণ ও খুন কাণ্ডে মার্জনার শেষ আবেদনও খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ। আবেদনটি করেছিল দোষী পবনকুমার গুপ্তা। ২০১২ সালের এই ঘটনায় চার দণ্ডপ্রাপ্তদের মধ্যে পবনকুমার গুপ্তা অন্যতম। মঙ্গলবার সকালেই চারজনের ফাঁসি হওয়ার কথা রয়েছে।

জারি মৃত্যু পরোয়ানা

জারি মৃত্যু পরোয়ানা

ইতিমধ্যেই পবনের নামে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। যেসময়ে এই অপরাধ সে করেছিল, সেই সময় সে কিশোর ছিল, তাই যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিল সে। আইনজীবী এপি সিং রবিবার সুপ্রিমকোর্টে আবেদন দাখিল করেছিলেন।

এই মামলায় পবনই হল শেষ দণ্ডাদেশপ্রাপ্ত, যে মার্জনার জন্য আবেদন করেছিল।

 শনিবার ট্রায়াল কোর্টে আবেদন

শনিবার ট্রায়াল কোর্টে আবেদন

পবন এবং অপর দণ্ডপ্রাপ্ত অক্ষয় সিং শনিবার ট্রায়াল কোর্টে আবেদন করেছিল, যাতে তাদের মৃত্যু পরোয়ানায় স্থগিতাদের পাওয়া যায়। এই ট্রায়াল কোর্টই ১৭ ফেব্রুয়ারি জানিয়েছিল ৩ মার্চ সকাল ছটায় চারজনের ফাঁসি হবে।

৪ জনের ফাঁসি মঙ্গলবার

৪ জনের ফাঁসি মঙ্গলবার


মঙ্গলবার সকাল ছটায় মুকেশ কুমার সিং(৩২), পবনকুমার গুপ্তা, বিনয় কুমার গুপ্তা(২৬) এবং অক্ষয় সিং(৩১)-এর ফাঁসির দিন ধার্য করা হয়েছে।

 ১৬ ডিসেম্বর, ২০১২-তে নির্ভয়া কাণ্ড

১৬ ডিসেম্বর, ২০১২-তে নির্ভয়া কাণ্ড

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছরের প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ করেছিল ছয়জন। পরে তাঁকে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও, বাঁচানো যায়নি তাঁকে। বিচার চলাকালীন অভিযুক্ত রাম সিং আত্মহত্যা করে। কিশোর হওয়ায় ছাড়া পেয়ে যায় একজন।

দিল্লি হিংসা: ১৭০ টি গাড়ি চোখের নিমেষে ভস্মীভূত, দগ্ধ দেহ ঘিরে হাসপাতাল দেখেছে করুণ দৃশ্য দিল্লি হিংসা: ১৭০ টি গাড়ি চোখের নিমেষে ভস্মীভূত, দগ্ধ দেহ ঘিরে হাসপাতাল দেখেছে করুণ দৃশ্য

English summary
Five judge bench of Supreme Court has rejected the curative petition filed by Delhi gang rape convict Pawan Kumar Gupta.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X