For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি রাজ্যগুলিকে বুড়ো আঙুল, 'সুপ্রিম' মানদন্ডে উত্তীর্ণ পদ্মাবত

২৫ তারিখ সারা ভারতে মুক্তি পেতে চলেছে পদ্মাবত জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সেন্সর বোর্ডের ছাড়পত্রেও কাজ হয়নি। নাক গলিয়েছিল বিভিন্ন রাজ্য সরকার। যার জেরে ২৫ তারিখ পদ্মাবত -কে বিজেপি শাসিত চার রাজ্যে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিনেমার নির্মাতা ভায়াকম ১৮। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল সমস্ত রাজ্যেই একইসঙ্গে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবি।

বিজেপি রাজ্যদের বুড়ো আঙুল, 'সুপ্রিম' মানদন্ডে উত্তীর্ণ পদ্মাবত

[আরও পড়ুন:হঠাৎ অসুস্থ হয়ে ১০ কেজি ওজন কমে যায় মিমির,তারপরের ঘটনা জানেন][আরও পড়ুন:হঠাৎ অসুস্থ হয়ে ১০ কেজি ওজন কমে যায় মিমির,তারপরের ঘটনা জানেন]

এদিন সুপ্রিম কোর্টে প্রযোজকদের পক্ষে সওয়াল করেন মুকুল বৈশ ও হরিশ সালভে। হরিশ সালভে একের পর এক যুক্তি খাড়া করেন। তিনি জানতে চান সেন্সর বোর্ড একাধিক পরিবর্তনের কথা বলেছিলেন সেই মেনে ছবির নাম অবধি বদলে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড তারপর ছবিটিকে সার্টিফেকটও দিয়েছে। এই অবস্থায় কী করে আলাদা রাজ্য এই ছবির মুক্তি নিয়ে সিদ্ধান্ত দিতে পারে। কী করে তারা হুলিয়া জারি করে একটা ছবির মুক্তি আটকে দিতে পারে। হরিশ সালভে নিজের দলিল পেশের সময় এও বলেন এতে ফেডারাল স্ট্রাকচার নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাছাড়া প্রশ্ন উঠে যাবে ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা নিয়েও।

এরপরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ভারতের সর্বত্র ২৫ তারিখ মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা পদ্মাবত। পাশাপাশি রাজ্য সরকারদের তারা এও নির্দেশ দিয়েছেন এই ছবি ঘিরে যদি উত্তেজনা তৈরি হয় এবং সেটা আটকানোর জন্য এই ছবির মুক্তি আটকে দেওয়ার কথা তারা ভেবে থাকেন, তাহলে তা ভুল পদ্ধতি। এই ছবি যাতে শান্তিপূর্ণ ভাবে প্রদর্শিত হতে পারে তারজন্য সমস্ত প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য 'পদ্মাবত'-কে বিজেপি শাসিত একাধিক রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পদ্মাবতী -নাম নিয়ে তৈরি হওয়া এই ছবি শ্যুটিংয়ের সময় থেকেই একের পর এক বিবাদে জড়িয়েছিল। অনেক কাঠখড় পেরিয়ে সেন্সর ছাড়পত্র পায় এই ছবি। নাম পরিবর্তন করে তা হয় পদ্মাবত।

কিন্তু এত কিছুর পরেও ছবিটি কোনও মতেই মুক্তি পেতে দিতে নারাজ রাজপুতদের সংগঠন কার্নি সেনা। প্রাথমিক ভাবে রাজস্থানে এই ছবির মুক্তি না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে রাজ্যের সরকার। পরে সেই তালিকায় একে একে গুজরাত, মধ্যপ্রদেশ ও সর্বশেষ হরিয়ানাও যুক্ত হয়।

এবার সুপ্রিম কোর্টের নির্দেশে অবেশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি ও ছবিটির নির্মাতারা। কারণ সর্বোচ্চ আদালতের রায়ে আর কোনও বাধা রইল না এই ছবির মুক্তিতে।

English summary
Supreme Court gives verdict to release Padmavat through out the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X