For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কুমারস্বামী সরকার গভীর বিপাকে, সুপ্রিম-নির্দেশেও কাটল না অচলাবস্থা

কর্ণাটকে অচলাবস্থা জারি থাকল মঙ্গলবার পর্যন্ত। সুপ্রিম কোর্ট দুপক্ষের শুনানির পর জানিয়ে দিল ১০ বিধায়কের ইস্তফা সংক্রান্ত মামলার শুনানি ফের হবে মঙ্গলবার।

Google Oneindia Bengali News

কর্ণাটকে অচলাবস্থা জারি থাকল মঙ্গলবার পর্যন্ত। সুপ্রিম কোর্ট দুপক্ষের শুনানির পর জানিয়ে দিল ১০ বিধায়কের ইস্তফা সংক্রান্ত মামলার শুনানি ফের হবে মঙ্গলবার। ফলে শীর্ষ আদালতের এই রায়ের ফলেই কর্ণাটকে অচলাবস্থার শেষ হল না এদিনও। একইসঙ্গে আদালতের তরফে রাজ্যের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্ণাটকে কুমারস্বামী সরকার গভীর বিপাকে, সুপ্রিম-নির্দেশেও কাটল না অচলাবস্থা

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় পেয়ে যাচ্ছে কর্ণাটকের কংগ্রেস-জনতা দল সেকুলার (জেডিএস) জোট সরকার। এই চারদিনে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কোনওরকম রফায় পৌঁছতে পারে কি না, তা দেখার অপেক্ষায় রইল রাজনৈতিক মহল।
শুক্রবারের মধ্যে বিদ্রোহী বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয় বলে বৃহস্পতিবারই সাফ জানিয়ে দিয়েছিলেন বিধানসভা স্পিকার কে আর রমেশ কুমার। ওই বিধায়করা সকলেই স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন, নাকি তাদের ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে, তা খতিয়ে দেখতে সময় লাগবে।

স্পিকারের এই আবেদনের পরই এদিন বিধায়কদের ইস্তফা সংক্রান্ত শুনানির দিন পিছিয়ে দেয় আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রমেশ কুমারের সঙ্গে দেখা করতে যান ১০ জন বিধায়ক। তাঁর কাছে নতুন করে ইস্তফাপত্র জমা দেন তারা।

অভিযোগ, ইস্তফা দিতে গেলে স্পিকার রমেশ কুমার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। শীর্ষ আদালতে এই মর্মে একটি পিটিশনও জমা দেওয়া হয়েছে। বিক্ষুব্ধদের দাবি, তাঁরা ইস্তফা দিতে চাইলে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন রমেশ কুমার। রীতিমতো হুমকি দেন তিনি। এদিকে এদিন থেকেই শুরু হয়েছে বিধানসভার অধিবেশন।

English summary
Supreme Court gives stay order up to Tuesday on 10 MLAs resignation. After Speaker’s appeal SC decides to give stay order. Next hearing date is on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X