For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা মামলায় এবার কাঠগড়ায় ভোডাফোন আর এয়ারটেল! নোটিশ সিবিআইয়ের নালিশে

সারদা মামলায় সিবিআই এবার কাঠগড়ায় তুলল বেসরকারি টেলিফোন সংস্থা ভোডাফোন আর এয়ারটেলকে। সিবিআই কর্তাদের অভিযোগ, এয়ারটেল আর ভোডাফোনের কাছে কল রেকর্ডস চাওয়া হয়েছিল।

Google Oneindia Bengali News

সারদা মামলায় সিবিআই এবার কাঠগড়ায় তুলল বেসরকারি টেলিফোন সংস্থা ভোডাফোন আর এয়ারটেলকে। সিবিআই কর্তাদের অভিযোগ, এয়ারটেল আর ভোডাফোনের কাছে কল রেকর্ডস চাওয়া হয়েছিল। কিন্তু সেই তথ্য দিচ্ছে না টেলিফোনিক সংস্থাগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ করে সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতেই দুই সংস্থাকে নোটিশ ধরাল শীর্ষ আদালত।

সারদা মামলায় এবার কাঠগড়ায় ভোডাফোন আর এয়ারটেল! নোটিশ সিবিআইয়ের নালিশে

দুই টেলিফোনিক সংস্থাকে ৮ এপ্রিলের মধ্যে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই আদালতে জানায়, সারদা-কাণ্ডের কল রেকর্ডস কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার নষ্ট করেছেন বা বিকৃত করেছেন কি না, তা জানার জন্যই ভোডাফোন ও এয়ারটেলের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি সিবিআই।

গত ৩ ফেব্রুয়ারি সিবিআই বলাম কলকাতা পুলিশের সংগাত চরমে ওঠে রাজীব কুমারের বাড়িতে সিবিআই অফিসাররা জেরা করতে গেলে। তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধরনায় বসেন। জোরায় অসহযোগিতার জেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে জেরা করা হয় রাজীব কুমারকে। তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয় সিবিআই।

[আরও পড়ুন:সারদা মামলায় এবার কাঠগড়ায় ভোডাফোন আর এয়ারটেল! নোটিশ সিবিআইয়ের নালিশে][আরও পড়ুন:সারদা মামলায় এবার কাঠগড়ায় ভোডাফোন আর এয়ারটেল! নোটিশ সিবিআইয়ের নালিশে]

সেই তদন্ত রিপোর্টে গুরুতর তথ্য রয়েছে বলে জানা যায় দিন দুয়েক আগে। শুক্রবার এই মামলা ফেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানেই সিবিআই জানায় এয়ারটেল আর ভোডাফোনের অসহযোগিতার কথা। তারপরই লিখিতভাবে জবাব দেওয়ার কথা জানানো হয় দুই সংস্থাকে।

সিবিআইয়ের অভিযোগ, সিটের তদন্তে বহু তথ্য-প্রমাণ উঠে এসেছিল। সিটের অফিসাররা সেগুলি পরে সিবিআইয়ের হাতে তুলে দেয় ঠিকই, কিন্তু এরই মধ্যে বেশ কিছু তথ্য-প্রমাণ, কল রেকর্ডস নষ্ট ও বিকৃত করে দেওয়া হয়। ওই সময় বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। তাঁর নেতৃত্বেই সিট গঠন হয়েছিল। স্বভাবতই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

[আরও পড়ুন: ২০১৯-এ নির্বাচনে বাংলায় কোথায় ঠেকবে বিজেপি, স্পষ্ট করে দিলেন তৃণমূল মহাসচিব][আরও পড়ুন: ২০১৯-এ নির্বাচনে বাংলায় কোথায় ঠেকবে বিজেপি, স্পষ্ট করে দিলেন তৃণমূল মহাসচিব]

English summary
Supreme Court gives notice to Vodafone and Airtel in Saradha Case. CBI complains against Vodafone and Airtel that they do not helps anf not to give call records,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X