For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহঃ জুবেরকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের! গ্রেফতারের আদেশ নিয়েও প্রশ্ন

সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি অল্ট নিউজের (Alt News) কো-ফাউন্ডার মহঃ জুবেরের (mohammed zubair) । দেশের সর্বোচ্চ আদালত এই ফ্যাক্ট চেকারকে সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিন (bail) দিয়েছে। পাশাপাশি তাঁর গ্রেফ

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি অল্ট নিউজের (Alt News) কো-ফাউন্ডার মহঃ জুবেরের (mohammed zubair) । দেশের সর্বোচ্চ আদালত এই ফ্যাক্ট চেকারকে সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিন (bail) দিয়েছে। পাশাপাশি তাঁর গ্রেফতারের আদেশ নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত।

জুবেরের আবেদনে আদালতের অবস্থান

জুবেরের আবেদনে আদালতের অবস্থান

মহঃ জুবের সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশের জায়ের করা সব এফআইআর খারিজের আবেদন করেছিলেন। পাশাপাশি এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন।

এদিন জুবেরকে অন্তর্বর্তীকালীন জামিন দিতে গিয়ে সুপ্রিম কোর্টে সংযমের সঙ্গে গ্রেফতারের ক্ষমতা প্রয়োগের পরামর্শ দিয়েছে। পাশাপাশি সর্বোচ্চ আদালত বলেছে জুবেরকে অনির্দিষ্টকালের জন্য হেফাজতে রাখা যাবে না।

তদন্ত করবে দিল্লি পুলিশের স্পেশাল সেল

তদন্ত করবে দিল্লি পুলিশের স্পেশাল সেল

জুবেরকে নিয়ে তদন্ত করতে উত্তর প্রদেশ পুলিশ যে সিট গঠন করেছিল, তা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জুবেরের বিরুদ্ধে নথিভুক্ত করা সব মামলা একসঙ্গে করে দিল্লিতে স্থানান্তর করেছে। একটি মাত্র তদন্তকারী সংস্থা এইসব মামলার তদন্ত করবে। এক্ষেত্রে উত্তর প্রদেশে নথিভুক্ত ছটি এফআইআর দিল্লি পুলিশের স্পেশাল সেলে স্থানান্তর করেছে। যদিও সুপ্রিম কোর্ট মামলা খারিজ করতে অস্বীকার করেছে।

জুবেরের বিরুদ্ধে একটি মামলায় উত্তর প্রদেশ পুলিশ চার্জশিট দাখিল করেছে। আর বাকি মামলাগুলি পাতিয়ালা হাউস কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও জামিনের বন্ড পেশের সঙ্গে সঙ্গে তিহার জেল সুপারকে নিশ্চিত করতে হবে, জুবেরকে সন্ধে ছটার মধ্যে মুক্তি দেওয়া হবে।

 উত্তর প্রদেশ সরকারের অভিযোগ

উত্তর প্রদেশ সরকারের অভিযোগ

আদালতে শুনানির সময় উত্তর প্রদেশ সরকারের তরফে অভিযোগ ছিল জুবের টুইটারের জন্য অর্থ পেতেন। যে পোস্ট কিংবা টুইট যত বেশি উস্কানিমূলক, তত বেশি অর্থ তিনি পেতেন বলে অভিযোগ। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ ১৮ জুলাই পাঁচটি এফআইআর-এ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকলে নির্দেশ দিয়েছিল।

 জুবেরের আইনজীবীর যুক্তি

জুবেরের আইনজীবীর যুক্তি

জুবেরের পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার দিল্লির এফআইআরকে অন্য মামলার সঙ্গে যুক্ত করার এবং উত্তর প্রদেশের সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন। এর আগে ৯ জুলাই সুপ্রিম কোর্ট সীতাপুরে তার বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলায় জুবেরকে স্বস্তি দেয়।

"দলিত বলে কথা শোনা হয় না', অভিযোগ করে যোগীর মন্ত্রীসভার ত্যাগ বিজেপি নেতার

English summary
Supreme Court gives interim bail to fact checker and Alt New Co founder Mohammed Jubair
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X