For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

DY Chandrachud: নতুন CJI-র উদ্যোগ! ডিওয়াই চন্দ্রচূড় দায়িত্ব নেওয়ার পর থেকে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি

গত একমাসের বেশি সময়ে সুপ্রিম কোর্টে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি করেছে। উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরও উল্লেখ করা প্রয়োজন যেদিন ড

  • |
Google Oneindia Bengali News

গত একমাসের বেশি সময়ে সুপ্রিম কোর্টে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি করেছে। উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরও উল্লেখ করা প্রয়োজন যেদিন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, সেই ৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ৫৮৯৮ টি মামলায় দায়ের করা হয়েছিল।

DY Chandrachud: নতুন প্রধান বিচারপতির উদ্যোগ! ডিওয়াই চন্দ্রচূড় দায়িত্ব নেওয়ার পর থেকে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে ডিওয়াই চন্দ্রচূড় পূর্ণাঙ্গ আদালতের বৈঠক করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ১৩ টি বেঞ্চের সবকটিই ১০ টি বিবাহ বিরোধ সংক্রান্ত স্থানান্তর আবেদনের শুনানি করবে। আর ঝুলে থাকা মামলার সংখ্যা কমাতে প্রতিদিন সমসংখ্যক জামিনের আবেদনের শুনানি করবে।

ডিওয়াই চন্দ্রচূড় ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তারপরেই তিনি পূর্ণাঙ্গ আদালতের বৈঠকে জানান প্রতিটি বেঞ্চ ১০ টি করে পারিবারিক বিষয় সংক্রান্ত স্থানান্তর পিটিশন নেবে। আর শীতকালীন ছুটির আগে এই সব বিষয় নিষ্পত্তির জন্য প্রতিদিন ১০ টি জামিনের বিষয়ে শুনানি হবে। উল্লেখ করা প্রয়োজন সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বিবাহ সংক্রান্ত প্রায় চিন হাজার মামলার মুলতুবি মামলার পিটিশন রয়েছে। যেখানে মামলাকারীরা মামলার স্থানান্তর চাইছেন।

পূর্ণাঙ্গ আদালত হিসেব করে বলেছিল প্রতিদিন প্রতিটি বেঞ্চ যদি ১০ করে স্থানান্তর মামলার শুনানি করে, তাহলে ১৩ টি বেঞ্চ প্রতিদিন ১৩০ টি এবং প্রতি সপ্তাহে ৬৫০ টি করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এই হিসেবে, সর্বোচ্চ আদালতে শীতকালীন ছুটির কারণে বন্ধ হওয়ার আগে অর্থাৎ পাঁচ সপ্তাহের শেষে সব স্থানান্তরের আবেদন শেষ করা যাবে। বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছিলেন, বিচারপতিদের ওপরে বোঝা কমাতে তিনি শেষ মুহূর্তে সাপ্লিমেন্টারি তালিকাভুক্ত করা মামলার সংখ্যা গ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জামিনের আবেদন এবং বৈবাহিক স্থানান্তর মামলাগুলিকে প্রাধান্য দিয়ে মামলার তালিকাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন।

Job News: টেলিকম যন্ত্রাংশের উৎপাদন বাড়ানোর প্রস্তুতি! ভারতে হাজার হাজার নিয়োগ এরিকসনেরJob News: টেলিকম যন্ত্রাংশের উৎপাদন বাড়ানোর প্রস্তুতি! ভারতে হাজার হাজার নিয়োগ এরিকসনের

English summary
Supreme Court disposed of 6844 cases since DY Chandrachud took charge as Chief Justice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X