For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারক লোয়ার মৃত্যু তদন্তে সিবিআই! সর্বোচ্চ আদালতে এই কারণে 'হার' আবেদনকারীর

বিচারক লোয়ার মৃত্যু হয়েছিল স্বাভাবিক কারণেই। বৃহস্পতিবার আবেদনকারীর দাবি খারিজ করে সর্বোচ্চ আদালত বলেছে, এধরনের প্রশ্ন তুলে বিচার ব্যবস্থাকে বদনাম করার চেষ্টা চলেছে।

  • |
Google Oneindia Bengali News

বিচারক লোয়ার মৃত্যু হয়েছিল স্বাভাবিক কারণেই। তাই এই মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার আবেদনকারীর দাবি খারিজ করে সর্বোচ্চ আদালত বলেছে, এধরনের প্রশ্ন তুলে বিচার ব্যবস্থাকে বদনাম করার চেষ্টা চলেছে।

বিচারক লোয়ার মৃত্যু তদন্তে সিবিআই! সর্বোচ্চ আদালতে এই কারণে হার আবেদনকারীর

প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত নিয়ে জমা পড়া একাধিক দাবি খারিজ করে দেন। গুজরাতের সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার শুনানি সময় ২০১৪ সালে মৃত্যু হয়েছিল লোয়ার।

সওয়াল চলাকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলার আবেদনকারী এবং তাদের আইনজীবীদের কড়া সমালোচনা করেন।

বেঞ্চের অপর বিচারপতি এএম খানউইলকার এই আবেদনকে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করার প্রয়াস বলে বর্ণনা করেন। একইসঙ্গে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত বিচারক কিংবা বিচারপতিদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলেও মন্তব্য করেন।

কেননা এর আগে চারজন বিচারক বলেছেন, লোয়ার মৃত্যুতে সন্দেহের কোনও কারণ নেই। এ ব্যাপারে পেশ করা নথিতেও দেখা যাচ্ছে এই মৃত্যু হয়েছিল স্বাভাবিক কারণেই।

বিচারপতিদের মতে এই মামলা করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক শত্রুতা মেটাতে।

যদিও সিবিআই তদন্ত চেয়ে মামলাকারী আইনজীবী প্রশান্তভূষণ বলেছেন, আজ ইতিহাসের কালো দিন। কেননা আদালত ভুল রায় দিয়েছে।

English summary
Supreme Court Dismisses Pleas Seeking Probe Into Judge Loya's Death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X