For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নির্ভয়ার এক সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, খুশি আশা দেবী

‌নির্ভয়ার এক সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, খুশি আশা দেবী

Google Oneindia Bengali News

বুধবার নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামিদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড রদ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের এই রায় পুর্নবিবেচনা করার আর্জি জানিয়েছিল সে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্ভয়ার মা আশা দেবী।

‌নির্ভয়ার এক সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, খুশি আশা দেবী


আশা দেবী বলেন, '‌আমি খুব খুশি এই সিদ্ধান্তে। আসামির মৃত্যুর পরোয়ানা জারি করার বিষয়ে আমাদের পতিয়ালা হাউস আদালতে শুনানি ছিল এবং আমরা আশা করেছিলাম যে এটি আমাদের পক্ষেই হবে।’‌ ২০১২ সালে নির্ভয়া ধর্ষণ কাণ্ডের চার আসামির মধ্যে এক অক্ষয় কুমারের মৃত্যদণ্ড রদের আবেদন বুধবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফাঁসির শাস্তিই বজায় থাকে তার। বিচারপতি আর বানুমতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আবেদন খারিজ করে বলেন, '‌ আবেদনকারী ফের এই বিষয়ে আবেদন জানিয়েছে, যেটি আবারও খারিজ করা হল।

আগেরবার যে কারণে আবেদন খারিজ হয়েছিল এবারও সেই একই কারণে খারিজ হয়েছে আবেদন।’ ২০১৭ সালে দিল্লি হাইকোর্ট ওই চারজনকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় যা বজায় রাখে সুপ্রিম কোর্ট। ২০১২ সালে দক্ষিণ দিল্লিতে চলন্ত বাসে পাশবিকভাবে গণধর্ষণের শিকার হন নির্ভয়। ‌বর্তমানে তিহার জেলে রয়েছে চার আসামি। যাদের খুব শীঘ্রই ফাঁসিকাঠে ঝোলানো হবে।

২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত চার ২০০৮ সালের জয়পুর ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত চার

English summary
The court on Wednesday dismissed the review petition challenging the death penalty given to Akshay Kumar, one of the convicts in the 2012 Nirbhaya rape case,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X