For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে বড় রায় ঘোষণার পথে সুপ্রিম কোর্ট, নজর গোটা দেশের

রাফালে যুদ্ধবিমান নিয়ে করা চুক্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্ত প্রয়োজন কিনা সেই বিষয়ে এদিন নিজেদের রায় জানাবে সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

রাফালে যুদ্ধবিমান নিয়ে করা চুক্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্ত প্রয়োজন কিনা সেই বিষয়ে এদিন নিজেদের রায় জানাবে সুপ্রিম কোর্ট। ফরাসি সংস্থা ড্যাসল্টের থেকে ৩৬টি রাফালে বিমান কেনার চুক্তি করেছে। ভারতীয় বায়ুসেনার জন্য প্রয়োজনীয় এই বিমানের আনুমানিক খরচ ৫৮ হাজার কোটি টাকা বলে জানা গিয়েছে। সেখানেই বেনিয়মের অভিযোগ উঠেছে। যা নিয়ে আদালতের রায় ঘোষণা করবে।

রাফালে নিয়ে বড় রায় ঘোষণার পথে সুপ্রিম কোর্ট, নজর গোটা দেশের

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ রায় জানাবে। এর আগে নভেম্বর মাসে শেষ শুনানির পর আদালত রায় স্থগিত রাখে।

কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র ইউপিএ জমানায় হওয়া ১২৬টি বিমানের চুক্তি বাতিল করে অনেক বেশি দামে ৩৬টি বিমান ফরাসি সংস্থা ড্যাসল্টের কাছ থেকে কিনছে। আর এতে অনিল আম্বানির সংস্থাকে সঙ্গী করে তাদের হাজার হাজার কোটি টাকার সুবিধা করে দিয়েছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, অনিল আম্বানির রিলায়েন্সকে অফসেট পার্টনার করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী সরকার তাদের ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছে। ড্যাসল্টের সিইও এরিক ট্র্যাপিয়ার মিথ্যা বলছেন বলেও দাবি জানিয়েছেন তিনি।

কংগ্রেসের তরফে রাফালে বিমানের দাম সর্বসমক্ষে আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। যাতে রাজি নয় কেন্দ্র সরকার। যা নিতে রাজনৈতিক চাপানউতোর চলছে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর শুনানির পরে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ এই মামলার রায় স্থগিত রাখে। আইনজীবী এমএল শর্মা এই মামলায় প্রথম আবেদনকারী। পরে বিনীত ধন্দা আদালতে আবেদন করে আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি জানান। আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিংও আদালতে রাফালে চুক্তি নিয়ে আপিল করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরী ও আইনজীবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে আবেদন করেন যাতে রাফালে মামলার অনিয়ম নিয়ে এফআইআর হয়।

English summary
Supreme Court to decide on Rafale Deal probe today, Know in details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X