For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও অন্যান্য রাজ্যের হাইকোর্টে ১৯ জন বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্টের

কলকাতা, কর্ণাটক, মাদ্রাজ হাইকোর্টে ১৯জন আইনজীবীকে বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, কর্ণাটক, মাদ্রাজ হাইকোর্টে ১৯জন আইনজীবীকে বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের কলেজিয়াম ২৫জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী ভাবে নিযুক্ত করার সুপারিশ করেছে। সবকটি নাম কেন্দ্রের বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

কলকাতা ও অন্যান্য হাইকোর্টে বিচারপতি নিয়োগের সুপারিশ

যে নামগুলি পাঠানো হয়েছে তার মধ্যে সি এমালিয়াস, পিটি আশা, এম নির্মল কুমার, সুব্রহ্মণ্যম প্রসাদ, সেন্থিলকুমার রামমূর্তি, এন আনন্দ ভেঙ্কটেশ, জিকে ইলাতিরাইয়ান, কৃষ্ণণ রামাস্বামী, সি সরাভননের নাম রয়েছে। এঁদের মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করার কথা বলা হয়েছে।

কর্ণাটকের উচ্চ আদালতের জন্য পাঠানো হয়েছে দীক্ষিত কৃষ্ণ শ্রীপদ, শঙ্কর গণপতি পণ্ডিত, রামকৃষ্ণ দেবদাস, ভোতানহসুর মল্লিকার্জুন শ্যাম প্রসাদ, সিদ্দাপ্পা সুনীল দত্ত যাদবের নাম।

আর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে সুপারিশ করা হয়েছে শম্পা সরকার, সব্যসাচী চৌধুরী, রবি কৃষ্ণণ কাপুর, অরিন্দম মুখোপাধ্যায়, সাক্য সেনের নাম।

English summary
Supreme Court collegium recommends 19 names for judges of Kolkata, Karnataka and Madras High Courts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X