For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ত্বক স্পর্শ না করলে ধর্ষণের অভিযোগ নয়', বম্বে হাইকোর্টের এই রায় বাতিল করল সুপ্রিম কোর্ট

'ত্বক স্পর্শ না করলে ধর্ষণের অভিযোগ নয়', বোম্বে হাইকোর্টের এই রায় বাতিল করল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগেই বম্বে হাইকোর্ট জানিয়েছিল অভিযুক্ত অভিযোগকারীকে স্পর্শ না করলে পকসো আইনে কোনওরকম যৌন নিগ্রহের অভিযোগ করা যাবে না। এবার সেই সিদ্ধান্তের চরম সমালোচনা করল দেশের সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, পকসো আইনে অপরাধ প্রমাণ করতে স্পর্শের কোনও গুরুত্ব নেই।

ত্বক স্পর্শ না করলে ধর্ষণের অভিযোগ নয়, বোম্বে হাইকোর্টের এই রায় বাতিল করল সুপ্রিম কোর্ট

বিচারপতি ললিতের ডিভিশন বেঞ্চ বম্বে আদালতের সিদ্ধান্তটিকে খারিজ করে। তাদের মতে, মূল বিবেচ্য হওয়া উচিত অভিযুক্তের যৌন সম্পর্ক স্থাপনের কোনও অভিসন্ধি ছিল কিনা। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, আইনের ফাঁক দিয়ে যেন কোনও অপরাধী পার পেতে না পারে। আদালত কোনওভাবেই আইনে বৈষম্য আনতে পারে না।'

বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে দুটি পৃথক আবেদনের শুনানি ছিল। অ্যাটর্নি জেনারেল এবং ন্যাশনাল কমিশন অফ উইমেনের আবেদনের প্রেক্ষিতে বিবৃতি দেয় আদালত। এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল নাবালিকার স্তনে হাত দেওয়ার। সেশন আদালত তাকে পকসো আইনে দোষী সাব্যস্ত করেছিল। তিন বছরের জেল হেফাজতের সাজাও শোনানো হয়েছিল তাঁকে। তবে হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে। জানায়, যেহেতু সরাসরি ত্বকে স্পর্শ করা হয়নি, সেক্ষেত্রে দোষী বলা যাবে না অভিযুক্তকে।

টাকার দাবিতে মা-ছাড়া! মালদহে অভুক্ত ২০ দিনের শিশুর মৃত্যুতে অভিযুক্ত এক বৃহন্নলাটাকার দাবিতে মা-ছাড়া! মালদহে অভুক্ত ২০ দিনের শিশুর মৃত্যুতে অভিযুক্ত এক বৃহন্নলা

এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই রায় দিল সুপ্রিম কোর্ট। সেশন কোর্টের রায়ের সঙ্গে সহমত হয়ে নাবালিকার বিরুদ্ধে হওয়া যৌন অপরাধগুলির ক্ষেত্রে বড় বার্তা দিল তারা। এর আগে জানুয়ারিতেই বোম্বাই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এর আগে বোম্বে হাইকোর্টের রায় নিয়ে সোশ্যামমিডিয়াতে জোর সমালোচনা শুরু হয়েছিল। যদিও এই রায়কে সবাই স্বাগতই জানাচ্ছে।

English summary
A few days ago, the Bombay High Court had ruled that no sexual harassment could be charged under the Pokso Act unless the accused was touched. This time the Supreme Court of the country strongly criticized that decision. The apex court said that under the POCSO Act, touch is not important to prove a crime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X