For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের নাগরিকপঞ্জী নিয়ে কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

নাগরিকপঞ্জীর খসড়া তালিকার ভিত্তিতে বাদ যাওয়া ৪০ লক্ষের বেশি মানুষের উপরে কোনওরকম কড়া পদক্ষেপ করতে এখনই নিষেধ করল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকপঞ্জীর খসড়া তালিকার ভিত্তিতে বাদ যাওয়া ৪০ লক্ষের বেশি মানুষের উপরে কোনওরকম কড়া পদক্ষেপ করতে এখনই নিষেধ করল সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতি সামাল দিতে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (এসওপি) মেনে চলতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

অসমের নাগরিকপঞ্জী নিয়ে কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্রকে এসওপি তৈরি করে তা আদালতের কাছে জমা দিতে হবে। তারপরে অনুমোদন পেলে তার ভিত্তিতে কাজ করা যাবে। কাউকে তালিকা থেকে বাদ দেওয়ার নিয়ম যেন স্বচ্ছ্ব ও সুষ্পষ্ট হয়, এমনটাই জানিয়েছে আদালত।

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শ! অমিতের এনআরসি-তোপ ][আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শ! অমিতের এনআরসি-তোপ ]

বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিম্যানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যারা তালিকায় জায়গা না পেয়ে বিরোধিতা করেছেন, তাঁদের জন্য শুনানির ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সোমবারই অসমের এনআরসি-র দেখভালের দায়িত্বে থাকা প্রতীক হালেজা স্ট্যাটাস রিপোর্ট জমা দেন। তার প্রেক্ষিতে আদালত জানতে চেয়েছে ভবিষ্যতে কোন পথে প্রশাসন হাঁটতে চাইছে।

[আরও পড়ুন:এনআরসি আদতে জাতীয় সুরক্ষার হাতিয়ার, বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, গর্জে উঠলেন অমিত শাহ ][আরও পড়ুন:এনআরসি আদতে জাতীয় সুরক্ষার হাতিয়ার, বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, গর্জে উঠলেন অমিত শাহ ]

হালেজা জানিয়েছেন, ৩০ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাদ যাওয়া মানুষরা আবেদন জানাতে পারবেন। ৭ অগাস্ট অবধি তালিকা দেখে জেনে নেওয়া যাবে অসমের কোন অধিবাসীদের নাম তালিকায় রয়েছে। সেই অনুযায়ী তাঁরা আবেদন করতে পারবেন।

English summary
Supreme Court asks authorities not to take any coercive action over Assam's draft NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X