For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতের শুনানিও এবার 'লাইভ স্ট্রিমিং' হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রের প্রস্তাব মেনে আদালতের লাইভ স্ট্রিমিং করার নির্দেশ রায় আকারে জানাল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের প্রস্তাব মেনে আদালতের লাইভ স্ট্রিমিং করার নির্দেশ রায় আকারে জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সর্বোচ্চ আদালত থেকেই এই ব্যবস্থা শুরু হবে। এতে বিচারব্যবস্থার প্রতি আমজনতার বিশ্বাস বাড়বে। আপাতত পাইলট প্রকল্প হিসাবে ট্রায়ালের লাইভ স্ট্রিমিং শুরু হচ্ছে। সাফল্যের ভিত্তিতে অন্য আদালতগুলিতেও তা চালু করা হবে।

আদালতের শুনানিও এবার লাইভ স্ট্রিমিং হবে

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি ইন্দিরা জয়সিংয়ের আপিলের প্রেক্ষিতে এই রায় ঘোষণা হয়েছে।

কেন্দ্রের প্রস্তাব ছিল, লাইভ স্ট্রিমিং দেখার জন্য একটি মিডিয়া রুম তৈরি করা হোক। সেখানে বাদী-বিবাদী পক্ষ, আইনের ছাত্র, আইনজীবী ও অন্যান্যরা বসে দেখতে পারবেন। তাতে আদালতকক্ষের ভিড় কমে যাবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রাখার কথাও প্রস্তাবে ছিল।

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টের আধার রায় নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের][আরও পড়ুন:সুপ্রিম কোর্টের আধার রায় নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের]

বিবাহ সংক্রান্ত মামলা, নাবালকদের নিয়ে মামলা, কমবয়সী অভিযুক্তদের ব্যক্তিগত জীবন নিয়ে মামলা ও জাতীয় নিরাপত্তা নিয়ে মামলা হলে তা লাইভ স্ট্রিমিং না করার প্রস্তাব দেয় কেন্দ্র।

[আরও পড়ুন: 'ব্যাঙ্ক, মোবাইল সংযোগে বাধ্যতামূলক নয় আধার', আর কোন কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, দেখুন একনজরে][আরও পড়ুন: 'ব্যাঙ্ক, মোবাইল সংযোগে বাধ্যতামূলক নয় আধার', আর কোন কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, দেখুন একনজরে]

অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানান, নির্যাতিতের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা বিশেষ করে ধর্ষণ ও নির্যাতনের মামলায় এবং সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হতে পারে এমন মামলার ক্ষেত্রেও লাইভ স্ট্রিমিং না করার প্রস্তাব রাখা হয়েছিল।

[আরও পড়ুন:আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন:আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট]

English summary
Supreme Court allows live streaming of its proceedings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X