For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ হয়েও ফের নতুন করে শুরু হতে চলেছে আরুষি হত্যা মামলার শুনানি

আরুষি রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছে বলে স্বীকার করেছে শীর্ষ আদালত।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের অক্টোবর মাসে আরুষি তলওয়ার হত্যা মামলায় অভিযুক্ত বাবা-মা রাজেশ ও নুপূর তলওয়ারকে বেকসুর খালাস করে মুক্তি দেয় এলাহাবাদ হাইকোর্ট। স্পষ্ট জানায়, তলওয়ারদের বিরুদ্ধে এমন প্রমাণ মেলেনি যাতে তাদের জোড়া খুনে দোষী সাব্যস্ত করা যেতে পারে। ফলে জেল থেকে বেরিয়ে আসেন দুজনেই।

ফের নতুন করে শুরু হতে চলেছে আরুষি হত্যা মামলার শুনানি

এই রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছে বলে স্বীকার করেছে শীর্ষ আদালত। এই ঘটনায় আরুষি ছাড়াও তলওয়ার পরিবারের পরিচালক হেমরাজও খুন হয়। তার স্ত্রী খুমকলা বনজাদেও আদালতে পিটিশন করে রাজেশ ও নুপূরের ছাড়া পাওয়ার বিরুদ্ধে আবেদন করেন।

চারবছর কারাবাসের পর গতবছরের শেষে তলওয়ার দম্পতি ছাড়া পেয়েছিলেন। কারণ ২০১৩ সালে সিবিআই আদালত মেয়ে আরুষিকে হত্যার দায়ে তলওয়ার দম্পতিকে যাবজ্জীবন সাজা শুনিয়েছিল।

১৩ বছরের আরুষিকে নিজের বাড়িতে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তার পরের দিন বাড়িতে পরিচারকের কাজ করা হেমরাজকে ছাদ থেকে খুন হওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে তলওয়ার দম্পতিকে গোটা ঘটনায় অভিযুক্ত করা হয়। তলওয়ার দম্পতি এই ঘটনা অস্বীকার করেছেন প্রথম থেকেই। এখন দেখার নতুন শুনানিতে কী উঠে আসে।

English summary
Supreme Court admits CBI appeal against Aarushi Talwar's parents' acquittal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X