For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত হিংসায় মোদীকে ক্লিনচিটের বিরোধিতায় মামলা, সুপ্রিম কোর্ট কী জানাল আজ

  • |
Google Oneindia Bengali News

চার রাজ্যে ভোট পারদ যখন তুঙ্গে, তখনই গুজরাতের ২০০২ সালের হিংসা সম্পর্কিত একটি ঘটনা নিয়ে মামলার শুনানির দিন ছিল আজ। সুপ্রিম কোর্টে এদিন এই শুনানির কথা ছিল। প্রসঙ্গ ২০০২ সালের গুজরাত দাঙ্গায় মোদীকে এসআইটির তরফে ক্লিনচিট দেওয়া নিয়ে জাকিয়া জাফরি একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, এই জাকিয়া জাফরিই প্রয়াত সাংসদ এহসান জাফরির স্ত্রী।

গুজরাত হিংসায় মোদীকে ক্লিনচিটের বিরোধিতায় মামলা, সুপ্রিম কোর্ট কী জানাল আজ

প্রসঙ্গত, এই মামলা যিনি দায়ের করেছেন সেই জাকিয়ার স্বামী এহসান জাফরি গুলবার্গ সোশাইটির ঘটনায় মৃতদের একজন। ২০০২ সালের সেই ভয়াবহ রাতে গুজরাতের গুলবার্গ সোসাইটিতে ৬৮ জনের মৃত্যু হয়। সেখানে মৃতদের মধ্যে ছিলেন জাকিয়ার স্বামী এহসান জাফরি।

এদিকে, জাকিয়ার দায়ের করা এই মামলার শুনানি আজকের মতো মুলতুবি করে দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ২০০২ সালে যে সময় গুজরাত দাঙ্গার আগুনে জ্বলেছে, সেই সময় সেখানের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। ঘটনায় মুখ্যমন্ত্রী মোদীর বিরুদ্ধেও সেই সময় চলে তদন্ত। শেষে ক্লিনচিট পেয়ে যান মোদী। আর এই জায়গা থেকেই মোদীর ক্লিনচিট পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন জাকিয়া জাফরি। দায়ের হয় মামলা।

জাকিয়া জাফরির তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল লড়ছেন এই লড়াই।য কপিল সিবালেরর আবেদনে গতমাসেই সুপ্রিম কোর্টের বেঞ্চ এই মামলার শুনানি নিয়ে নয়া তারিখ ধার্য করে। এরপর আজ এ এম খান উইলকারের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই মামলা আগামী ২ সপ্তাহ পর শুনানি হবে। এর কারণ হিসাবে বলা হয়েছে, পিটিশনার একটি চিঠিতে ই মামলার 'অ্যাডজার্নমেন্ট' চেয়েছেন। এদিকে, সলিসিটার জেনারেল তুষার মেহতা এই মামলায় গুজরাত সরকারের পক্ষে আইনি লড়াইয়ে নামেন। তিনি এই মুলতুবির বিরোধিতা করেন।

English summary
Supreme Court adjourns hearing on Zakia Jafri's plea against SIT clean chit to Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X