For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় তাউকটে ধেয়ে আসছে প্রবল গতিতে, ছাড়িয়ে যেতে পারে ১৬০ কিলোমিটার বেগের আম্ফানকেও

১৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউকটে, ছাড়িয়ে যেতে পারে আম্ফানকেও

Google Oneindia Bengali News

২০২০-র করোনাকালে বংলার বুকে হানা দিয়েছিল ভয়াবহ ঝড় আম্ফান। সেই সুপার সাইক্লোন আম্ফানের থেকেও শক্তিশালী ঝড় এবার বয়ে আসতে চলেছে মোদী-রাজ্য গুজরাট অভিমুখে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন নাজেহাল দেশ, তখন আরব সাগরের বুকে রক্তচক্ষু দেখাচ্ছে সাইক্লোন তাউকটে। ১৬০ কিমি বেগে ধেয়ে আসছে তাউকটে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৭৫ কিলোমিটার ঘণ্টায়।

গতিবেগে আম্ফানকেও হারিয়ে দিতে পারে তাউকটে

গতিবেগে আম্ফানকেও হারিয়ে দিতে পারে তাউকটে

২০২১-এ এখনও পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মুখে পড়েনি ভারতীয় ভূখণ্ড। ২০২১ সালের প্রথম ঘূর্ণিঝড় হিসেবে আরব সাগর দিয়ে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় তাউকটে। শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের রূপ নেওয়ার পাশাপাশি গতিবেগে আম্ফানকেও হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছে তাউকটে।

সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পর বাড়বে গতিবেগ

সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পর বাড়বে গতিবেগ

ভারতের পশ্চিম উপকূল অভিমুখী ঝড়গুলির মধ্যে ঘূর্ণিঝড় তাউকটে দুই দশকের মধ্যে সবথেকে শক্তিশালী ঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে তা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। ১৬ মে সন্ধ্যায় তা সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পর তীব্র গতিতে ধেয়ে আসতে পারে ভারতীয় ভূখণ্ডের দিকে।

ঘূর্ণিঝড় তাউকটের গতি হতে পারে ১৬০-১৭৫ কিলোমিটার ঘণ্টায়

ঘূর্ণিঝড় তাউকটের গতি হতে পারে ১৬০-১৭৫ কিলোমিটার ঘণ্টায়

সুপার সাইক্লোনে পরিণত হলে ঘূর্ণিঝড় তাউকটের গতি হতে পারে ঘণ্টায় ১৬০ তেকে ১৭৫ কিলোমিটার। এমনটাই পূর্বভাস দিয়েছে আইএমডি। এর ফলে অতি মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে ভারতের পশ্চিম উপকূলে। আইএমডি পূর্বাভাস দিয়েছে, ঘূর্ণিঝড়টি ১৮ মে সকালে গুজরাট উপকূলে পৌঁছে যাবে। তখন োই সুপার সাইক্লোনের থাকবে সর্বোচ্চ গতি।

২১ বছরের ইতিহাসে সুপার সাইক্নোন আম্ফান ছিল সেরা ঝড়

২১ বছরের ইতিহাসে সুপার সাইক্নোন আম্ফান ছিল সেরা ঝড়

২০২০-র ২০ এপ্রিল বাংলার বুকে আছড়ে পড়েছিল সুপার সাইক্নোন আম্ফান। তখন তার গতিবেগ ছিল ১৫৫ থেকে ১৬০ কিলোমিটার। কলকাতায় প্রবেশ করার সময় ওই ঝড়ের গতি ছিল ১৩৩ কিলোমিটার। ২১ বছরের ইতিহাসে সুপার সাইক্নোন আম্ফান ছিল সেরা। তেমনই তাউকটে যে গতিতে ধেযে আসছে, তাতে টাউকটে না রেকর্ড ভেঙে দেয়।

দুই দশকের সবথেকে শক্তিশালী ঝড় হতে পারে তাউকটে

দুই দশকের সবথেকে শক্তিশালী ঝড় হতে পারে তাউকটে

আবহাওয়া অফিসের পূর্বভাসমতো সুপার সাইক্লোন তাউকটে পশ্চিম উপকূলের সেরা ঝড় হতে পারে। এই ঘূর্ণিঝড়কে ২০ বছরের মধ্যে সবথেকে শক্তিশালী সাইক্লোন বলে মনে করছে আইএমডি। উপকূলে পৌঁছনোর আগে তাউকটে আম্ফানের থেকে ভয়াবহ রূপ নিতে পারে। ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্যগুলিকে এই সুপার সাইক্লোন থেকে সাবধান করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় তাউকটে আম্ফানের থেকেও শক্তিশালী! ২০ বছরের 'সেরা' ঝড় হতে পারে পশ্চিম উপকূলেঘূর্ণিঝড় তাউকটে আম্ফানের থেকেও শক্তিশালী! ২০ বছরের 'সেরা' ঝড় হতে পারে পশ্চিম উপকূলে

তাউকটের গতিবেগ হতে পারে আম্ফানের থেকেও বেশি

তাউকটের গতিবেগ হতে পারে আম্ফানের থেকেও বেশি

আইএমডির পূর্বাভাস, গুজরাট এবং পাকিস্তান উপকূলের দিকে উত্তর ও উত্তর-পশ্চিমে অভিমুখে রয়েছে ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করছে। ১৮ মে সন্ধ্যা নাগাদ গুজরাট উপকূলে পৌঁছনোর আগে তা আম্ফানের থেকে ভয়াবহ রূপ নিতে পারে। গতিবেগ হতে পারে আম্ফানের থেকেও বেশি।

English summary
Super Cyclone Tauktae may be rushed in speed of 160 kilometer per hours over than Amphan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X