For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপারি কিলারের হাতে খুন সাংবাদিক গৌরী লঙ্কেশ! সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে

সাংবাদিক গৌরী লঙ্কেশ কাণ্ডে অপরাধীদের ধরতে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে দুষ্কৃতীর গুলিতে নিহত হওয়া সাংবাদিক গৌরী লঙ্কেশ কাণ্ডে অপরাধীদের ধরতে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে বলে খবর। সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে।

সুপারি কিলারের হাতে খুন সাংবাদিক গৌরী লঙ্কেশ!

সেই ফুটেজে বাইকে চেপে আসা দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে বলে খবর। তারা এসে গৌরীকে পরপর সাতটি গুলি চালিয়ে পালিয়ে যায়। একটি গুলি খুলি এফোঁড়-ওফোঁড় করে দেয় এই বরিষ্ঠ সাংবাদিকের মাথা। মনে করা হচ্ছে এরা ভাড়াটে খুনিই ছিল।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে খুন হওয়া গৌরী লঙ্কেশের ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি যে ফুটেজ হাতে এসেছে তাতে ছবি স্পষ্ট নয় কারণ এলাকায় আলো খুব কম ছিল। তাই ভিডিও ফুটেজকে আগে আলোকিত করতে হবে।

কর্ণাটক রাজ্য পুলিশের প্রধান আরকে দত্ত জানিয়েছেন, লঙ্কেশকে গুলি করা হচ্ছে সেই আওয়াজ শুনে প্রতিবেশীদের অনেকে বাইরে বেরিয়ে আসেন। প্রথমে সকলে ভেবেছিলেন বুঝি বাজি ফাটছে। তবে পরে ভুল ভাঙে। প্রতিবেশীরা কেউ দুষ্কৃতীদের দেখতে পাননি। যে এলাকায় তিনি খুন হয়েছেন সেই রাজরাজেশ্বরী নগর থেকে বেরোনোর অনেকগুলি রাস্তা রয়েছে। তা দিয়েই সহজে দুষ্কৃতীরা পুলিশের চোখে ধুলে দিয়ে পালিয়েছে।

English summary
Supari killers may be involved in Gauri Lankesh murder, police secures CCTV footage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X