নবরাত্রির মিলনে মেনে চলুন সানির পরামর্শ
একটি প্রচলিত কন্ডোম সংস্থার হয়ে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন সানি লিওনি। সেই বিজ্ঞাপনের হোর্ডিং গুজরাতের রাস্তায় টাঙানো হতেই শুরু হয়েছে অশান্তি। সুরাতের একটি গোষ্ঠী এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। নবরাত্রি শুরুর আগেই শহরের নানা প্রান্তে হোর্ডিং লেগে গিয়েছে। যার ছবি স্যোশাল মিডিয়ায় আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

সুরাতের হিন্দু যুব বাহিনী যে সমস্ত এলাকায় বিজ্ঞাপনী হোর্ডিং লাগানো রয়েছে সেখানে বিক্ষোভ শুরু করেছে। গুজরাতি ভাষায় বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লেখা 'এই নবরাত্রিতে খেলা করুন, তবে ভালোবেসে।'
সেটা দেখেই বিক্ষুব্ধ গোষ্ঠীর তরফে নরেন্দ্র চৌধুরীর বক্তব্য, এই কন্ডোমের বিজ্ঞাপন তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এটা কোনওভাবে সহ্য করা যায় না। এই হোর্ডিংগুলি না সরালে বিক্ষোভ আরও বাড়তে থাকবে। এখনই না আটকালে ভবিষ্যতে অন্যরাও একই পথে হাঁটবে।

গুজরাতে নবরাত্রি সবচেয়ে বড় উৎসব বলে মানা হয়। নয় দিন ধরে সারা রাজ্য উৎসবে মেতে ওঠে। নবরাত্রির প্রাক্কালে সানির হোর্ডিং উৎসবের মেজাজ আরও চড়া করে দিল বলেই মনে করা হচ্ছে।