For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায় নিয়ে খুশি সুন্নি ওয়াকফ বোর্ড, মুসলিম ল বোর্ডের পুর্নবিবেচনাকে সমর্থন নয়

অযোধ্যা রায় নিয়ে খুশি সুন্নি ওয়াকফ বোর্ড, মুসলিম ল বোর্ডের পুর্নবিবেচনাকে সমর্থন নয়

Google Oneindia Bengali News

‌অযোধ্যার ভবিষ্যত ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমিতে তৈরি হচ্ছে রাম মন্দির। যদিও শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে মানতে পারেনি সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড (‌এআইএম‌‌পিএলবি)‌। তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পুর্নবিবেচনার আবেদন করেছে। তবে মুসলিম ল বোর্ডের সিদ্ধান্ত থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে সুন্নি ওয়াকফ বোর্ড।

অযোধ্যা রায় নিয়ে খুশি সুন্নি ওয়াকফ বোর্ড, মুসলিম ল বোর্ডের পুর্নবিবেচনাকে সমর্থন নয়


সুন্নি ওয়াকফের চেয়ারম্যান জুফার ফারুকি বলেন, '‌আমরা কোনও পুর্নবিবেচনার আবেদন করিনি।’‌ তিনি বরং বলেন, '‌আমরা শুধু বলেছি যে ৯ নভেম্বর যখন রায় ঘোষণা করা হবে আমরা কোর্টের সিদ্ধান্তকে গ্রহণ করে নেব। আমরা এআইএমপিএলবি–এর সঙ্গে নেই।’‌ জুফার ফারুকির কথায়, '‌আমরা এটা বলতে পারি না যে এআইএমপিএলবি কেন পুর্নবিবেচনার আবেদন জানিয়েছে। আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে মেনে নেব এবং আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে রয়েছি।’‌ আরও একজন বাবরি মসজিদ মামলাকারি ইকবাল আনসারি জানান যে তিনিও কোনও পুর্নবিবচেনার আর্জি জানাননি এবং সুন্নি ওয়াকফের পুর্নবিবেচনার আ‌বেদনকে সমর্থনও করেন না।

রবিবার সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে সুপ্রিম কোর্টের রায় স্ব–বিরোধী এবং তাই তারা পুর্নবিবেচনার আবেদন করেছে। এই আবেদনের জন্য হাজি মেহবুবা, মৌলানা হিজবুল্লা এবং প্রথম মুসলিম মামলাকারি হাজি আবদুল আহাদের দুই সন্তান, হাজি আসাদ আহমেদ এবং হাফিজ রিজওয়ান সম্মতি দিয়েছেন। অন্যদিকে, জামিয়াত উলেমা–ই–হিন্দ আর এক মামলাকারি আলাদা করে পুর্নবিবেচনার আর্জি জানিয়েছেন।

ভারতীয় সেনায় মহিলা অফিসারদের নিযুক্তি নিয়ে 'সুপ্রিম' নির্দেশে কী উঠে এলোভারতীয় সেনায় মহিলা অফিসারদের নিযুক্তি নিয়ে 'সুপ্রিম' নির্দেশে কী উঠে এলো

English summary
sunni waqf board happy with ayodha verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X