For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মধ্যেই বদল মুখ্য নির্বাচন কমিশনার পদে! দায়িত্বভার হস্তান্তর ২ ডিসেম্বর

দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুনীল অরোরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নিয়োগ সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে দেশের অন্যতম নির্বাচন কমিশনার তিনি।

  • |
Google Oneindia Bengali News

দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুনীল অরোরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নিয়োগ সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে দেশের অন্যতম নির্বাচন কমিশনার তিনি। দুই কমিশনারের মধ্যে তিনিই সিনিয়র। ২ ডিসেম্বর তিনি কার্যভার নেবেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াতের কাছ থেকে। দেশের অন্যতম নির্বাচন কমিশনার হলেন, অশোক লাভাসা।

ভোটের মধ্যেই বদল মুখ্য নির্বাচন কমিশনার পদে! দায়িত্বভার হস্তান্তর ২ ডিসেম্বর

সুনীল অরোরা এমন এক সময়ে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেবেন, ষখন ৫ রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে প্রায় মধ্যবর্তী পর্যায়ে। যাকে রাজনৈতিক মহলের একাংশ সেমিফাইনাল বলেও অবিহিত করছেন। এরপর ২০১৯-এ রয়েছে লোকসভা নির্বাচন।

১৯৮০ ব্যাচের আইএএস সুনীল অরোরা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব ছিলেন। এছাড়াও কেন্দ্রের বহু মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাজস্থাান ক্যাডারের এই অফিসার। কাজ করে আসা উল্লেখযোগ্য মন্ত্রকের মধ্যে রয়েছে অর্থ, বস্ত্রের মতো মন্ত্রক। তিনি যোজনা কমিশনেও কাজ করেছেন।

এর আগে ২০০৯ সালে লোকসভা নির্বাচন চলার সময়ে নবীন চাওলা এন গোপালস্বামীর হাত থেকে দায়িত্ব নিয়েছিলেন।

English summary
Sunil Arora appointed as Chief Election Commissioner, to take over from OP Rawat on Dec 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X