For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনন্দা পুষ্করকে নিশ্চিতভাবে খুন করা হয়েছিল, জানাল দিল্লি পুলিশ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ জানুয়ারি: কংগ্রেস নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যে নয়া মোড় যোগ হল মঙ্গলবার।দিল্লি পুলিশ কমিশনার জানিয়ে দিলেন খুনই করা হয়েছিল সুনন্দাকে। সুনন্দার মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়। বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে সুনন্দা পুষ্করের।

আরও পড়ুন : দিল্লির পাঁচতারা হোটেল থেকে রহস্যজনকভাবে মিলল শশী পত্নী সুনন্দার মৃতদেহ

আরও পড়ুন : থারুরের বিরুদ্ধে সুনন্দা পুষ্করের ময়না রিপোর্ট প্রভাবিত করার অভিযোগ এইমস চিকিৎসকের, রিপোর্ট তলব

আরও পড়ুন : (ভিডিও) 'শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে পেশাদার কেউই হত্যা করেছে'

আরও পড়ুন : সুনন্দা পুষ্কর কাণ্ডে নয়া মোড়: বিষেই মৃত্যু বলছে ময়নাতদন্তের রিপোর্ট

সুনন্দা পুষ্করকে নিশ্চিতভাবে খুন করা হয়েছিল, জানাল দিল্লি পুলিশ

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নয়াদিল্লির পুলিশ কমিশনার বসি জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে এটি পরিস্কার যে বিষক্রিয়াতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে কীভাবে সুনন্দার শরীরে বিষ ঢোকানো হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। হতে পারে মুখ দিয়ে বিষ সুনন্দাকে খাওয়ানো হয়েছে, বা এও হতে পারে ইঞ্জেকশনের মাধ্যমে সুনন্দার শরীরে বিষ ঢোকানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করা হবে।

এর আগেই অক্টোবর মাসে এইএমস-এর চিকিৎসকের প্যানেল জানিয়েছিল, কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী না অসুস্থ ছিলেন আর না মৃত্য়ুর আগে তাঁর কোনও রোগও ছিল না। চিকিৎসকরা জানিয়েছেন অন্যান্য সাধারণ সুস্থ মানুষের মতোই সুস্থ ও স্বাভাবিক ছিলেন সুনন্দা। এমনকী চিকিৎসকরা জানিয়েছেন, সুনন্দার লুপাস নামক রোগ (একটি দীর্ঘস্থায়ী প্রদাহ রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন শরীরেরই কোষ এবং অঙ্গপ্রত্যঙ্গে আক্রমণ করলে হয়) রয়েছে বলে দাবি করেছিলেন তাঁর স্বামী শশী থারুর। কিন্তু সে বিষয়েও ভাল করে তদন্ত করে দেখা গিয়েছে সুনন্দার এমন কোনও রোগই ছিল না।

দিল্লি পুলিশ কমিশনারের আজকে সুনন্দা পুষ্করের মৃত্যুকে নিশ্চিত খুন বলে ব্যাখ্যা করা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলছে শশী থারুরকে। যদিও এবিষয়ে এখনও শশীর কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লির পাঁচতারা হোটেলে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল সুনন্দার দেহ। মৃত্যুর আগে টুইটারে এক পাকিস্তানি মহিলা সাংবাদিকের সঙ্গে ঝামেলায় পড়েন। গণ্ডগোলের অবশ্য স্বামী শশী থারুরকে নিয়েই শুরু হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই সুনন্দার মৃত্যুর ঘটনায় হতবাক হয়ে যায় গোটা দেশ।

English summary
Sunanda Pushkar was murderded, confirm delhi police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X