For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনন্দা পুষ্কর মামলায় অগ্রগতি, আগাম জামিন চাইলেন শশী থারুর

মঙ্গলবার সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি কোর্টে আগাম জামিন চাইলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Google Oneindia Bengali News

মঙ্গলবার সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি কোর্টে আগাম জামিন চাইলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই মামলায় অভিযুক্ত থারুরকে ৭ জুলাই তারিখের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। যদিও সেই অভিযোগকে শশী থারুর 'অসত্য এবং ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছিলেন।

আগাম জামিন চাইলেন শশী থারুর

মামলার শুরু থেকে বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কেরলেরএ ই কংগ্রেস সাংসদ। কিন্তু আদালতে দিল্লি পুলিশ ৩০০০ পাতার চার্জশীট পেশ করে। যেখানে অভিযুক্ত হিসেবে একমাত্র শশীর নামই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে শশী নিয়মিত সুনন্দার উপর অত্যাচার চালাতেন। তার জন্যই সুনন্দা আত্মহত্য়ার পথ বেছে নেন। তারা আরও জানায় শসী-সুনন্দার গৃহ পরিচারক নারায়ণ সিং-এর বয়ানে বিষয়টি স্পষ্ট হয়েছে।

আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ শশী থারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও সুনন্দার উপর অত্যাচাপ চালানোর অভিযোগ করে। তার প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, চার্জশীটে যে তথ্য রয়েছে, তাই শশীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে যথেষ্ট। মামলাটি শুনছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট সমর বিশাল। তিনি জানিয়েছিলেন, সরকারি আইনজীবির অভিযোগ শুনে ও চার্জশীটটি পড়ে তিনি পুলিশের অভিযোগ মেনে নিয়েছেন। এবার শশী আদালতের শমন এড়াতে পারেন কিনা সেটাই দেখার।

English summary
Congress MP Shashi Tharoor on Tuesday sought anticipatory bail from a Delhi court in connection with the Sunanda Pushkar death case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X