For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ড: এখনই থারুরকে জিজ্ঞাসাবাদ নয়, জানাল পুলিশ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যে খুনের মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। দিল্লি পৌঁছে আহমেদ পটেল এবং কংগ্রেস সভানেত্রী সোনায়া গান্ধীর সঙ্গে দেখা করলেন শশী থারুর। আলোচনা হয়েছে সুনন্দা হত্যা মামলা নিয়েও।

দলীয় সূত্রের খবর, দুদিন আগে থেকেই আহমেদ পটেলের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন থারুর। সুনন্দার হত্যাকাণ্ডের মামলা রুজু নিয়ে যেখানে এই বৈঠকে আলোচনা হয়েছে, এছাড়াও সেখানে যে কেরালা থেকে থারুর সাংসদ নির্বাচিত হয়েছেন, সেই রাজ্যের সাম্প্রতিক উন্নয়ন প্রসঙ্গে এমনকী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও এদিন আলোচনা হয় দুই রাজনৈতিক নেতার মধ্য।

সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ড: এখনই থারুরকে জিজ্ঞাসাবাদ নয়, জানাল পুলিশ

এদিন আহমেদ পটেলের পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখাও করেন থারুর। থারুরের জন্য কোনও পরবর্তী পদক্ষেপ এদিন আলোচানায় ঠিক করা হয়নি বলে দলীয় সূত্রের তরফে জানানো হয়েছে। এছাড়া দলের আগামী পদক্ষেপ সম্পর্কেও এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি।

কংগ্রেস আগেই জানিয়েছিল, সুনন্দা মৃত্যু তদন্তে পক্ষপাতহীন তদন্ত হোক।

থারুরও জানিয়েথেন, তদন্তে সাহায্য করকে চান তিনি। যদিও দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত থারুরকে জেরা করার কোনও সম্ভাবনা নেই।

৫১ বছরের সুনন্দার রহস্যজনক মৃতদেহ দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হয়েছিল। সুনন্দার মৃত্যুকে খুন বলে নিশ্চিত করে দিয়েছে পুলিশ। এই সংক্রান্ত একটি খুনের মামলাও দায়ের করেছেপুলিশ।

English summary
Sunanda Pushkar death case: Shashi Tharoor meats Ahmef patel, Police says no plans as of now to quizz Tharoor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X