For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শশীর সঙ্গে সুনন্দার মারপিট দুবাইতেও হয়েছিল', মৃত্যু তদন্তে আদালতে উঠে এলো তৃতীয় মহিলার নামও

কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থরুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্য ঘিরে তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থরুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্য ঘিরে তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাবলিক প্রসিকিউটার অতুল শ্রীবাস্তব এই মামলায় আদালতের সামনে একাধিক তথ্য পেশ করেছেন। পাশাপাশি, শশী থরুরের সঙ্গে পাকিস্তানি সাংবাদিকের প্রেমের যে তত্ত্ব উঠে আসছিল , সেই প্রেক্ষাপটে আদালতে উঠে এলো আরও এক তৃতীয় মহিলার নাম। যা সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

মৃত্য়ুর আগে প্রেস কন্ফারেন্স করতে চেয়েছিলেন সুনন্দা!

মৃত্য়ুর আগে প্রেস কন্ফারেন্স করতে চেয়েছিলেন সুনন্দা!

জানা গিয়েছে, নিজের মৃত্যুর আগে আইপিএল নিয়ে সুনন্দা পুষ্কর একটি প্রেস কন্ফারেন্স করতে চেয়েছিলেন। এক্ষেত্রে অ্যালপ্রাজোলাম ইঞ্জেকশন ও সুনন্দা পুষ্করের মৃত্যুর মধ্যে যোগ থাকতে পারে ,বলে দাবি আইনজীবীর। এমনই দাবি , আদালতে করেছেন পাবলিক প্রসিকিউটার অতুল শ্রীবাস্তব। পাশাপাশি, তিনি জানান, সুনন্দা ও শশী থরুরের মধ্যে প্রায়ই ঝগড়া ও মারপিট লেগে থাকত।

 দুবাইতে মারপিট

দুবাইতে মারপিট

আইনজীবী অতুন শ্রীবাস্তব, সুনন্দা পুষ্করের হত্যা কাণ্ডের মামলা আদালতে চলাকালীন জানান, সুনন্দার মৃত্যুর আগে দুবাইতে সুনন্দা ও শশী থরুরের মারপিট চলে। সেই সময় সুনন্দা খুব জোরেই শশীকে মারধর করেছিলেন। প্রসঙ্গত, সুনন্দা পুষ্করের মৃত্যুর অটোপসি রিপোর্ট বলছে, ঘটনার গতিবিধি না হত্যা, না আত্মহত্যা, তহে এক রহস্যজনক 'বায়োলজিক্যাল কারণ' থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃতীয় মহিলার নাম

তৃতীয় মহিলার নাম

একাধিকবার শোনা গিয়েছিল সুনন্দা পুষ্করের মৃত্যুর নেপথ্যে শশী থরুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে শশীর সম্পর্কের তত্ত্ব উঠে আসে। তবে এই মামলায়, আদালতে সওয়াল জবাবের মাঝেই উঠে আসে আরও এক তৃতীয় মহিলার নাম। জনৈক 'ক্যাটি'র নাম নিয়েদানা বাঁধছে নতুন রহস্য।

<strong>[আরও পড়ুন: NRC:তালিকা থেকে দুই মেয়ের নাম বাদের পর অসহায় মায়ের প্রশ্ন 'এবার কি আত্মহত্যা করব'!]</strong>[আরও পড়ুন: NRC:তালিকা থেকে দুই মেয়ের নাম বাদের পর অসহায় মায়ের প্রশ্ন 'এবার কি আত্মহত্যা করব'!]

[আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার অপেক্ষা! পুজোর আগেই 'উপহার' হাতে মমতা][আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার অপেক্ষা! পুজোর আগেই 'উপহার' হাতে মমতা]

English summary
Public Prosecutor Atul Shrivastava also told the court that before her death, she was having regular fights with her husband.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X