For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ জুন সূর্যগ্রহণের আগে আচমকা আকাশে বিরল দৃশ্য! 'সান হ্যালো' ঘিরে ফের চাঞ্চল্য

১০ জুন সূর্যগ্রহণের আগে আচমকা আকাশে বিরল দৃশ্য! 'সান হ্যালো' ঘিরে ফের চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

চন্দ্রগ্রহণের ঠিক ২ দিন আগে 'সান হ্যালো' দেখা গিয়েছিল বেঙ্গালুরুর আকাশে। সেই সময় দেশের পশ্চিম প্রান্তে তুমুল বেগে চলছিল ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব। এই পরিস্থিতিতে আকাশে বিরল ঘটনা হিসাবে উঠে আসে এই সান হ্যালো বা সূর্যের চারিদিক ঘিরে ফুটে ওঠা বিরল আলোকীয় বলয়। আসলে ২২ ডিগ্রি সান হ্যালো কী?

সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীর প্রভাব কোন কোন রাশিতে পড়তে পারে! জানুন জ্যোতিষ মত সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীর প্রভাব কোন কোন রাশিতে পড়তে পারে! জানুন জ্যোতিষ মত

হায়দরাবাদে অবাক করা ঘটনা!

হায়দরাবাদে অবাক করা ঘটনা!

বেঙ্গালুরুর পর এবার হায়দরাবাদের আকাশে দেখা গেল সান হ্যালো। বিরল এই সান হ্যালো সূর্যের চারিদিকে একটি বৃত্তাকার বলয় তৈরি করেছে। দিনের বেলায় আচমকা সূর্যের চারপাশে এই বলয় ফুটে উঠতেই এদিন হায়দরাবাদের বুকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে এই দৃশ্য দেখা যায় বেঙ্গালুরুতে গত ২৪ মে।

'সান হ্যালো' কী ?

'সান হ্যালো' কী ?

প্রসঙ্গত, জ্যোতির্বিদ্যার ভাষায় আকাশের বুকে সূর্যকে কেন্দ্র করে যে বলয় দেখা যায়, তাকে সান হ্যালো বলে। সূর্যের চারিদিকে থাকা রংধনুর মতো দেখতে এই সান হ্যালো ২২ ডিগ্রি হ্যালো হিসাবে পরিচিত। সাদা আলো সিরাস মেঘে জন্মানো বরফ স্ফটিকের মধ্য দিয়ে গিয়ে হ্যালোর রঙ তুলে ধরে। স্ট্র্যাটোস্ফিয়ারে আলোর প্রতিসরণের ফলে এই বিরল চোখ ধাঁধানো ঘটনা ফুটে ওঠে।

সবচেয়ে উজ্জ্বল হ্যালো

সবচেয়ে উজ্জ্বল হ্যালো

বলা হয় সান হ্যালো যদি ২২ ডিগ্রি হয় তাহলে তা সবচেয়ে উজ্জ্বল হয়। এই হ্য়ালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এর থেকে ঠিকরে বেরিয়ে আসা আলো বৃত্তাকার রংধনুর মতো দেখতে লাগে। যার মোহময় রূপে মুগ্ধ হন অনেকে।

 দেশের বহু জায়গায় সান হ্যালো

দেশের বহু জায়গায় সান হ্যালো

গত বছর তামিলনাড়ু রামশ্বরমে এমন বিরল সান হ্যালো দেখা গিয়েছিল। এরপর ২৪ মে বেঙ্গালুরুর আকাশে এমন সান হ্যালো দেখা গিয়েছে। ২০১৬ সালে বাংলার বুকেও এমন বিরল রংধনু দেখা গিয়েছে। আকাশে এই বিরল দৃশ্য দেখতে এদিন বহু তেলাঙ্গানাবাসী ঘর থেকে বের হন।

English summary
Sun Halo seen in Hyderabad Before Solar Eclipse on 10 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X