For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে ৫২ বছর বাদে লোকসভা ভোটে নয়া ইতিহাস গড়লেন নির্দল প্রার্থী সুমলতা

কর্ণাটকে বড় অঘটন ঘটিয়ে দিলেন কংগ্রেস নেতা অম্বরীশের স্ত্রী সুমলতা। তিনি কর্ণাটকের ভোট যুদ্ধে পরাজিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর পুত্র নিখিল কুমারস্বামীকে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বড় অঘটন ঘটিয়ে দিলেন প্রয়াত কংগ্রেস নেতা অম্বরীশের স্ত্রী সুমলতা। তিনি কর্ণাটকের ভোট যুদ্ধে পরাজিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর পুত্র নিখিল কুমারস্বামীকে। সুমলতা মান্ডিয়া থেকে নির্দল প্রার্থী হিসেবে নিখিলের বিরুদ্ধে লড়ে জিতেছেন। তিনি এক লক্ষ কুড়ি হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন।

কর্ণাটকে ৫২ বছর বাদে নয়া ইতিহাস গড়লেন নির্দল প্রার্থী সুমলতা

নির্দল প্রার্থী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পুত্রকে হারিয়ে দেওয়া সুমলতা ৬ লক্ষ ৯৮ হাজার ২১৩টি ভোট পেয়েছেন। এদিকে নিখিল ৫ লক্ষ ৭১ হাজার ৭৭৭টি ভোট পান।

কর্ণাটকের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও ব্যক্তি নির্দল প্রার্থী হিসেবে লোকসভায় জয়ী হলেন। এছাড়া লোকসভার ইতিহাসে এনিয়ে তিনি তৃতীয় ব্যক্তি যিনি রাজ্য থেকে এমন অবিশ্বাস্য কান্ড করলেন।

এর আগে মাইসোর রাজ্য থাকাকালীন দুবে রাজারাম নির্দল প্রার্থী হিসেবে বিজাপুর উত্তর কেন্দ্র থেকে জিতেছিলেন। তার দশ বছর পরে নির্দল প্রার্থী হিসেবে কানাডা কেন্দ্র থেকে ১৯৬৭ সালে জেতেন দিনাকর দেশাই। তার এতদিন পরে সুমলতা জয় পেলেন।

তিনি জেতার পরে বলেছেন, মানুষ আশীর্বাদ করেছে। এটা অম্বরীশের জয়। এই জয়ের ফলে এখানকার মানুষের প্রতি আমি চির কৃতজ্ঞ। ভোট যুদ্ধে তিনি কংগ্রেস ও বিজেপি কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, কর্ণাটকে ২৮ টি আসনের মধ্যে ২৫টিতে বিজেপি জয় পেয়েছে। জেডিএস কংগ্রেস জোটের এই রাজ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে। যার ফলে আগামী দিনে রাজ্যে সরকার টিকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিজেপি একাই ২৫টি আসন দখল করেছে।

English summary
Sumalatha beat Nikhil Kumaraswamy, become the first independent candidate to win a Lok Sabha seat from Karnataka in 52 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X