For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি ঠগ হলে কেজরিওয়াল মহাঠগ, ফের আপের বিরুদ্ধে অভিযোগ কনম্যান সুকেশ চন্দ্রশেখরের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর,

Google Oneindia Bengali News

আর্থিক দুর্নীতির অভিযোগে জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর ফের একটি চিঠি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আপ নেতা সত্যেন্দ্র জৈন ও তিহার জেলের প্রাক্তন ডিজি(কারাগার) তাঁকে হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতেই তিনি তিনি লেফটেন্যান্ট গভর্নর করে চিঠি দিয়ে আপের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। যদিও আপের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

চিঠিতে কী লিখেছেন সুকেশ চন্দ্রশেখর

চিঠিতে কী লিখেছেন সুকেশ চন্দ্রশেখর

আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নতুন করে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেছেন, ২০১৫ সাল থেকে তিনি অরবিন্দ কেজরিওয়ালকে চেনেন। নির্বাচনে আপের আসনের জন্য ২০ থেকে ৩০ জনের কাছ থেকে কেজরিওয়াল ৫০০ কোটি টাকা দাবি করেছিলেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যসভার আসনের জন্য তিনি আপকে ৫০ কোটি টাকা দিয়েছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন জেলে নিরাপত্তার জন্য ও বিশেষ সুযোগের জন্য তিনি তৎকালীন দিল্লির কারামন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ১০ কোটি টাকা দিয়েছিলেন। সুকেশ চন্দ্রশেখর বলেন আমি ঠক তবে কেজরিওয়াল মহাঠগ।

অভিযোগ অস্বীকার অরবিন্দ কেজরিওয়ালের

অভিযোগ অস্বীকার অরবিন্দ কেজরিওয়ালের

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গুজরাতে মোরবিতে সেতু দুর্ঘটনায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুজরাতের দুর্নীতির অভিযোগ স্পষ্ট। সামনে গুজরাত নির্বাচন। তাতে যথেষ্ঠ অস্বস্তিতে রয়েছে বিজেপি। তাই নজর ঘোরাতে বিজেপি দুর্নীতিগ্রস্থ সুকেশ চন্দ্রশেখরকে ব্যবহার করেছে। গুজরাতে বিজেপির প্রধান বিরোধী হয়ে উঠছে আপ, তাই আপের ওপর চাপ বাড়াতে এই অভিযোগ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, এতদিন ধরে সুকেশ চন্দ্রশেখর বন্দি ছিলেন। কিন্তু তখন কেন অভিযোগ করলেন না।

গুজরাতে নির্বাচনে জোর প্রচার আপের

গুজরাতে নির্বাচনে জোর প্রচার আপের

গুজরাত নির্বাচনে জোর প্রচার চালিয়েছিল আপ। তারমধ্যেই আপের নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়ার বাড়ি সিবিআই তল্লাশি চালায়। সিবিআই দফতরে ডেকে পাঠানো হয় মনীশ সিসোডিয়াকে। ব্যাঙ্কের লকারও পরীক্ষা করে সিবিআই। অরবিন্দ কেজরিওয়াল ও আপের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি গুজরাত নির্বাচনে আপকে ভয় পেতে শুরু করেছে। সেই কারণে আপের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। দিল্লিতে আপ সরকার ভেঙে দিতে চাইছে। অন্যদিকে গুজরাত নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকেই মনে করছেন, গুজরাত নির্বাচন এবার ত্রিমুখী হবে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, অনেকেই বিজেপির ওপর বীতশ্রদ্ধ। কংগ্রেসকে চাইছে না। বিকল্প নতুন শক্তি চাইছেন। সেখান থেকে আপ গুজরাত নির্বাচনে ক্ষমতায় আসবেন।

English summary
Conman Sukesh Chandrasekhar alleges financial corruption against Arvind Kejriwal and AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X