For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮০ ঘণ্টা কুয়োতে আটকে থাকার পর মৃত্যু হল ২ বছরের সুজিতের

কুয়োতে প্রায় ৮০ ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হল ২ বছরের সুজিত উইলসনের। আজ ভোর নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শেষকৃত্ব সম্পন্ন করার জন্য তার দেহ পুদুরে নিয়ে যাওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

কুয়োতে প্রায় ৮০ ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হল ২ বছরের সুজিত উইলসনের। আজ ভোর নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার দেহ পুদুরে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ ৮০ ঘণ্টা ধরে সুজিতকে উদ্ধার করতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী সহ ছটি দল কাজ করলেও শেষ রক্ষা হয়নি।

সুজিতকে উদ্ধার না করতে পারায় দুঃখিত প্রশাসন

তামিলনাড়ুর ত্রাণ কমিশনার ডঃ রাধাকৃষ্ণন বলেন, "সুজিতের দেহ পচতে শুরু করেছএ। আমরা গভীর রাত থেকে দুর্গন্ধ পেতে শুরু করি। খনন কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আমরা চেষ্টা করেছি। তবে তাকে বাঁচাতে পারলাম না।" গতকাল সুজিত আটকে পরার ৬০ ঘণ্টা পরও তাকে উদ্ধার করা না গেলে ডঃ রাধাকৃষ্ণন জানিয়েছিলেন যে সুজিতের উদ্ধারকাজে আরও ১২ ঘণ্টা সময় লাগবে। কিন্তু আরও ৮ ঘণ্টা বেশি সময় লেগে যায় সুজিতকে সেই কুয়ো থেকে বের করতে।

খেলতে খেলতে কুয়োতে পড়ে যায় সুজিত

২ বছরের সুজিথ উইলসন শুক্রবার কুয়ো পড়ে যায়। বিকেল সাড়ে ৫ টা নাগাদ পাতকুয়োর কাছে খেলতে খেলতে সুজিথ পড়ে যায়। শিশুটির কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা পরিবারটিকে জানান। শিশুটির বাবা রেকটো আরোকিয়ারাজ কৃষিকাজের জন্য কুয়োটি খনন করেছিলেন। ত্রিচির পুলিশ সুপার জানিয়েছেন, শিশুটি ২৫ থেকে ৩০ ফুট গভীরতায় রয়েছে। প্রথমে ২৬ ফিট গভীরে আটকে ছিল সুজিত। তবে উদ্ধারকাজ করতে গিয়ে আরও গভীরে নেমে যায় সে। তারপর অন্য উপায়ে সুজিতকে কুয়ো থেকে বের করার প্রচেষ্টা শুরু হয়। কিন্তু এলাকাটা পাথুরে হওয়ায় সেই চেষঅটা বিফল হয়। খনন কাজে দেরি হতে থাকে।

সরকারের কড়া সমালোচনায় বিরোধিরা

সরকারের কড়া সমালোচনায় বিরোধিরা

এই ঘটনায় গতকালই উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, অভিনেতা ও রাজনীতিবিদ কামাল হাসান ও রজনীকান্ত। এদিকে ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর এনডিআরএফ-কে ঘটনাস্থলে ডাকায় রাজ্য সরকারের সমালোচনায় নেমেছে বিভিন্ন মহল। যদিও উপ-মুখ্যমন্ত্রী পনিরসেলভাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজে গতকাল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ দেখেন। তিনি বলেন, "আমরা একটি উন্নতমানের রিগ স্থাপন করেছি যা এক ঘন্টার মধ্যে পাঁচ ফুট ড্রিল করতে পারে। তথ্য পাওয়ার এক ঘণ্টা পরেই উদ্ধার কাজ শুরু হয়েছিল।"

English summary
sujith wilson died after being trapped in borewell for 80 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X