For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এই বিখ্যাত টিভি অ্যাঙ্কারের

টিভি-সঞ্চালক হিসাবে এককালে তার কন্ঠ গর্জে উঠছে অপরাধের বিরুদ্ধে, স্ত্রী হত্যার দায়ে আজ তারই জুটল এই চরম সাজা।

  • |
Google Oneindia Bengali News

টিভি-সঞ্চালক হিসাবে এককালে তার কণ্ঠ গর্জে উঠছে অপরাধের বিরুদ্ধে, স্ত্রী হত্যার দায়ে আজ তারই জুটল এই চরম সাজা। 'ইন্ডাস মোস্ট ওয়ান্টেড' শো -এর সঞ্চালক সুহেব ইলিয়াসিকে স্ত্রী কে খুন করার দায়ে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ইলিয়াসিকে খুনের দায়ে দোষী সাব্য়স্ত করে এই সাজা দেয় দিল্লির সেশন কোর্ট।

স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এই বিখ্যাত টিভি অ্যাঙ্কারের

আজ থেকে ১৭ বছর আগে, পূর্বদিল্লির বাড়িতে ইলিয়াসির স্ত্রী অঞ্জুকে মৃত অবস্থায় পাওয়া যায়। অঞ্জুর দেহে যদিও বহু ক্ষত চিহ্ন ছিল, তবুও ঘটনাকে আত্মহত্যা বলে দাবি কের ইলিয়াসি। সেই সময় ইলিয়াসি জানিয়েছিল যে ,তার সঙ্গে ঝগড়ার পর অঞ্জু আত্মহত্যা করে। এরপর বহু রকমের সন্দেহের বশে ইলিয়াসিকে গ্রেফতার করে পুলিশ।

অঞ্জুর পরিবার বার বার এই ঘটনায় খুনের অভিযোগ তোলে। অভিযোগের তীর যায় ইলিয়াসির বিরুদ্ধে। তাঁদের অভিযোগ ছিল বিয়েতে পণের দাবিতে অঞ্জুর ওপর অত্যাচার করে খুন করেছে ইলিয়াসি। আর আদালতও সেই দোষেই ইলিয়াসিকে দোষী সাব্যস্ত করে। প্রসঙ্গত, জামিয়া-মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন সুহেব ইলিয়াসি ও অঞ্জু সিং। সেখান থেকেই তাঁদের প্রেম ও বিয়ে।

English summary
Ilyasi was convicted for murder by a Delhi sessions court on December 16. An order passed by Additional Sessions Judge, SK Malhotra, Ilyasi was charged guilty under Section 302 (murder) of the Indian Penal Code.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X