For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় নতুন বিজেপির জোট সরকার পথ চলা শুরুর আগেই বরখাস্ত উপ মুখ্যমন্ত্রী

গোয়ার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত সরিয়ে দিলেন উপ মুখ্যমন্ত্রী সুধীন ধাভলিকরকে।

  • |
Google Oneindia Bengali News

গোয়ার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত সরিয়ে দিলেন উপ মুখ্যমন্ত্রী সুধীন ধাভলিকরকে। তার আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির দুই বিধায়ক দল ছেড়ে এদিন বিজেপিতে যোগ দেন। তারপরই সুধীনকে সরিয়ে দেওয়া হয়। যদিও গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার বিরোধী কাজের জন্য সুধীন ধাভালিকরকে সরিয়ে দেওয়া হয়েছে।

গোয়ায় নতুন সরকার পথ চলা শুরুর আগেই বরখাস্ত উপ মুখ্যমন্ত্রী

সাওয়ন্ত বলেছেন, সুধীনকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে। সরকার বিরোধী কাজের অভিযোগ ছিল। আমরা জোট সরকারে রয়েছি। তবে তার ভাই দীপক ধাভালিকর শিকোদা থেকে উপনির্বাচনে লড়েন। বারবার বলার পরও সুধীন শোনেননি। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির গোয়া বিধানসভায় তিনজন বিধায়ক ছিলেন। দুজনের বিজেপিতে যোগদানের পর এখন থেকে শুধু থেকে যান ধাভালিকর। তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শুনেই এই ঘটনাকে চৌকিদারের ডাকাতি বলে কটাক্ষ করেছেন তিনি।

[আরও পড়ুন:টিকিট না পেয়ে দলীয় কার্যালয়ের সমস্ত চেয়ার তুলে নিয়ে গেলেন কংগ্রেস নেতা][আরও পড়ুন:টিকিট না পেয়ে দলীয় কার্যালয়ের সমস্ত চেয়ার তুলে নিয়ে গেলেন কংগ্রেস নেতা]

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ধাভালিকরকে সরানোর কথা রাজ্যপাল মৃদুলা সিনহাকে জানিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন:কংগ্রেসে যুক্ত হল গ্ল্যামার, রাহুলের হাত ধরে দলে যোগ উর্মিলার, পাচ্ছেন লোকসভার টিকিট][আরও পড়ুন:কংগ্রেসে যুক্ত হল গ্ল্যামার, রাহুলের হাত ধরে দলে যোগ উর্মিলার, পাচ্ছেন লোকসভার টিকিট]

এর আগে দুই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক মনোহর অজগাওকর ও দীপক পওয়াস্কর বিধানসভার অধ্যক্ষ মাইকেল লোবোকে দলবদলে বিজেপিতে যোগদানের বিষয় জানান। পওয়াস্করকে মন্ত্রিত্বও দেওয়া হতে পারে।

English summary
Sudin Dhavalikar sacked as Deputy CM by Goa CM Pramod Sawant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X