For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে যোগদান কংগ্রেসে, গোয়ায় ফের দলবদলের চমক

গোয়া বিজেপিতে ফের ভাঙন। লোকসভা ভোটের মুখে দল ছাড়লেন সুধীর কান্দোলকার। রবিবার বিজেপির প্রাথমিক সদস্যপদ ত্যাগ করার ঘোষণা করেন তিনি। পরক্ষণেই তিনি যোগ দিলেন কংগ্রেসে।

Google Oneindia Bengali News

গোয়া বিজেপিতে ফের ভাঙন। লোকসভা ভোটের মুখে দল ছাড়লেন সুধীর কান্দোলকার। রবিবার বিজেপির প্রাথমিক সদস্যপদ ত্যাগ করার ঘোষণা করেন তিনি। পরক্ষণেই তিনি যোগ দিলেন কংগ্রেসে। গোয়া কংগ্রেসের সভাপতি গিরীশ চোদানকার ও গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু কাভেলকারের উপস্থিতিতে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

বিজেপির প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে কংগ্রেস যোগদান

রবিবার গোয়ার মাপুসা সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে সুধীর কান্দোলকার যোগদান করেন কংগ্রেসে। তাঁর যোগদানে লোকসভা ভোটের আগে গোয়ায় শক্তিবৃদ্ধি হল কংগ্রেসের। একইসঙ্গে বিজেপিও ধাক্কা খেল। টালমাটাল অবস্থায় কোনওরকমে গোয়ায় সরকার টিকিয়ে রাখতে সমর্থ হয়েছিল। কিন্তু তার দুদিন পরে ফের ভাঙন ধরল বিজেপিতে।

মাপুসা উপনির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করতে চেয়েছিল। কিন্তু তিনি বিজেপির সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তারপরই দলত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। গোয়া বিজেপির সভাপতি বিনয় তেন্ডুলকার বলেন, কী কারণে তিনি দলত্যাগ করেন, তা পরিষ্কার করেননি পদত্যাগপত্রে।

বিজেপি তাঁর জায়গায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ফ্রান্সিস ডিসুজার ছেলেকে প্রার্থী করছে। তিনি মাপুসা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মধ্যে গোয়ায় উপনির্বাচনের আসর বসছে। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রে উপনির্বাচন হবে। এখন দেখার এই কেন্দ্রে সুধীর কান্দোলকার কংগ্রেসের টিকিটে প্রার্থী হন কি না।

English summary
Sudhir kandolkar joins in Congress leaving BJP in Goa. BJP wanted to give ticket for By poll in Goa along with Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X