For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল পরাক্রমশালী স্বদেশী ড্রোন রুস্তম-২ এর সফল উড়ানে আরও শক্তি বৃদ্ধি ভারতীয় বায়ুসেনার

  • |
Google Oneindia Bengali News

ব্রহ্মস, নির্ভয়ের মতো একাধিক মারণ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র হাত ধরে রুস্তম-২ ড্রোনেরও সফল উড়ান সম্পন্ন হল বলে জানা যাচ্ছে। চিন সংঘাতের আবহে বায়ুসেনায় রুস্তমের প্রত্যাবর্তন যে ভারতের সামরিক শক্তি আরও কয়েকগুণ বাড়াবে তা বলাই বাহুল্য।

কর্নাটকের চিত্রদূর্গ জেলাতেই সফল উড়ানের সম্পন্ন করে রুস্তম-২

কর্নাটকের চিত্রদূর্গ জেলাতেই সফল উড়ানের সম্পন্ন করে রুস্তম-২

সূত্রে খবর, শুক্রবার রাতেই কর্নাটকের চিত্রদূর্গ জেলায় প্রায় ১৬ হাজার ফুট উচ্চতা অবধি উড়ে নতুন রেকর্ড তৈরি করেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি নব প্রজন্মের এই সমরাস্ত্র। গতবছরও রুস্তমের টেস্টিং চলাকালীন যান্ত্রিক ক্রুটির কারণে উড়ানের কিছু সময় প়়েই ভেঙে পড়ে এই আনম্যানড এরিয়াল ভেহিকল বা ইউএভি।

লাদাখ, সিয়াচেনের মতো বন্ধুর পার্বত্য এলাকাতে শক্তিবৃদ্ধি হবে ভারতীয় সেনার

লাদাখ, সিয়াচেনের মতো বন্ধুর পার্বত্য এলাকাতে শক্তিবৃদ্ধি হবে ভারতীয় সেনার

এদিকে ড্রোনের হাত ধরে আগামী লাদাখ, সিয়াচেনের মতো বন্ধুর পার্বত্য এলাকাতে সেনার নজরদারিতে যে নতুন মাত্রা যোগ হবে একবাক্যে স্বীকার করছেন সকল সামরিক বিশেষজ্ঞই। মিডিয়াম অল্টিটিউট আনম্যানড এরিয়াল ভেহিকল রুস্তমেরই উন্নত সংষ্করণ হল এই রুস্তম-২। সামরিক বিশেষজ্ঞদের মতে রুস্তমের থেকেও কয়েক হাজর ফুট বেশি উচ্চতা পর্যন্ত উড়তে পারে রুস্তম-২।

২৬ হাজার ফুট উচ্চতা অবধি ওড়ার ক্ষমতা

২৬ হাজার ফুট উচ্চতা অবধি ওড়ার ক্ষমতা

সূত্রের খবর, বর্তমান পরীক্ষার সময় দেখা যায় কর্ণাটকের চিত্রদুর্গে ১৬ হাজার ফুট উচ্চতায় প্রায় আট ঘণ্টা পর্যন্ত আকাশে ওড়ে রুস্তম-২ । ডিআরডিও জানাচ্ছে, এই ড্রোনের প্রোটোটাইপ এমনভাবে তৈরি যে এটি প্রয়োজনে ২৬ হাজার ফুট উচ্চতা অবধিও ওড়ার ক্ষমতা রাখে। যদিও সেনা শিবিরে সরকারি ভাবে যুক্ত হওয়ার আগে রুস্তমকে আরও বেশ কিচু ট্রায়ালের পথ অতিক্রম করতে হবে বলেও খবর।

হেরন আনম্যানড এরিয়াল ভেহিকলকেও টক্কর দিতে সক্ষম রুস্তম ২

হেরন আনম্যানড এরিয়াল ভেহিকলকেও টক্কর দিতে সক্ষম রুস্তম ২

এদিকে এর আগে লাদাখ সংঘাতের আবহে ইজরায়েলি সশস্ত্র ড্রোন হেরনে বিশেষ ভরসা করত বায়ুসেনা। কিন্তু বর্তমানে ডিআরডিও-র আধিকারিকদের আশা, দেশীয় প্রযুক্তিতে তৈরি রুস্তম ২ হেরন আনম্যানড এরিয়াল ভেহকিলকে জোরদার টক্কর দবে। ফলে বায়ুসেনার পাশাপাশি অচিরেই শক্তিবৃদ্ধি হবে আর নৌসেনারও। ডিরআরডিও-র মতে চিনের পিপলস লিবারেশন আর্মির কাছে থাকা উইং লুং-২ আর্মড ড্রোনকেও ঘায়েল করতে সক্ষম ভারতের এই প্রবল পরাক্রমশালী রুস্তম-২।

English summary
More strength to increase the Indian army! Successful flight was completed of Swadeshi drone Rustam-2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X