For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশি অভিযানে সাফল্য! গত ৬ মাসে ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২৮৮ জন মাওবাদীর

পুলিশি অভিযানে সাফল্য! গত ৬ মাসে ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২৮৮ জন মাওবাদীর

  • |
Google Oneindia Bengali News

বিগত কয়েক বছরে একাধিকবার ভয়বহ মাওবাদী হামলায় কেঁপে উঠেছে ছত্তিশগড়ের বিস্তৃর্ণ এলাকা। বাদ যায়নি দান্তেওয়ারা, রায়পুরের মতো এলাকা। কিন্তু ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের সর্বত্র মাও দমনে রীতিমতো সক্রিয়তা দেখা যায়। এমনকী ২০১৯ সালে ঘর ছাড়া মাওবাদীদের নিজ গ্রামে ফেরাতে 'লোন ভারাতু’ কর্মসূচীও নেওয়া হয়। এবার সেই রাস্তাতেই সাফল্য আসতে শুরু করেছে বলে জানা যাচ্ছে।

২৮৮ জন মাওবাদী আত্মসমর্পন

২৮৮ জন মাওবাদী আত্মসমর্পন

সূত্রের খবর, গত বছর জুলাইয়ে প্রথম এই কর্মসূচী শুরু করার পর এখনও পর্যন্ত ২৮৮ জন মাওবাদী আত্মসমর্পন করেছে। এমনকী সম্প্রতি দান্তেওয়ারা পুলিশ এরকম ১১ জন ঘর ফেরা সিপিআই(মাওবাদী) সদস্যদের খোঁজ পেয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে গত কয়েক মাসে মাও অধ্যুষিত এই এলাকার অনেক মানুষই মাওবাদের রাস্তা ছেড়ে আত্মসমর্পনের রাস্তা বেছে নিয়েছেন বলে জানা যাচ্ছে।

পুলিশি অভিযানে সাফল্য

পুলিশি অভিযানে সাফল্য

এদিকে দান্তেওয়ারায় সদ্য আত্মসমর্পন করা ১১ মাওবাদীর সূত্র ধরে তাদের গোটা আঞ্চলিক দলের খোঁজ শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে জেলার অন্যান্য নেতা ও কর্মীদেরও। এমনকী পুলিশের হাতে ধরা দেওয়া মাওবাদীদের ছবি ছাপিয়ে চলছে পুলিশি প্রচারাভিযান। এদিকে এই জন মাওবাদীই আবার মদকামিরস গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

মাওবাদী কার্যকলাপে শীর্ষে দান্তেওয়ারা

মাওবাদী কার্যকলাপে শীর্ষে দান্তেওয়ারা

এদিকে পুলিশি অভিযানে ইতিমধ্যেই গ্রামবাসীদের সমর্থন মিলতে শুরু করেছে বলেও জানা যাচ্ছে। এমনকী হিংসা বিরোধী প্রচারাভিযানও অনেকটাই কাজে আসছে বলে খবর। এমনকী গত কয়েক মাসে গোটা ছত্তিশগড়ে মাও দমন নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের সুর শোনা গেল দান্তে ওয়ারা জেলা পুলিশ প্রধান অভিষেক পল্লবের গলায়। এদিকে দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের সাত প্রধান মাও অধ্যুষিত জেলার মধ্যে বিগত কয়েক মাসে সবথেকে বেশি মাওবাদী কার্যকলাপ দেখা গিয়েছিল দান্তেওয়ারাতেই।

 মাও দমনে সক্রিয় পুলিশ

মাও দমনে সক্রিয় পুলিশ

একই কথা বলতে শোনা গেল বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি-র গলাতেও। এমনকী করোনার ঝুঁকিকে মাথায় নিয়েও গত কয়েকমাসে কীভাবে গোটা রাজ্য মাও দমনে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে সেই বিষয়েও প্রশস্তির সুর শোনা গেল তাঁর গলায়। এমনকী উগ্রবাদের রাস্তা ছেড়ে কীভাবে পুরনো মাওবাদীরা বর্তমানে এলাকার উন্নয়নের কথা ভাবছে সেই বিষয়েও বলতে শোনা যায় তাকে।

প্রতীকী ছবি

বিজেপিকে নিজের 'তেজ' বোঝাতে চাইছে জেডিইউ! বিহারে গেরুয়া টক্করে নীতীশের স্টান্স নয়া চমক দিচ্ছে বিজেপিকে নিজের 'তেজ' বোঝাতে চাইছে জেডিইউ! বিহারে গেরুয়া টক্করে নীতীশের স্টান্স নয়া চমক দিচ্ছে

English summary
success in police operation in the last 6 months 288 maoists have surrendered in chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X