নোটে মা লক্ষ্মীর ছবি থাকলে অর্থনীতির উন্নতি হবে, মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর

অর্থনীতির বেহাল দশা থেকে দেশকে উদ্ধার করার নতুন উপায় বের করলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। বুধবার মধ্যপ্রদেশের খাণ্ডয়াতে স্বামী বিবেকানন্দ মেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্য করেন যে তিনি চান ভারতীয় ব্যাঙ্ক নোটে মা লক্ষ্মীর ছবি রাখা উচিত, তা হলে অর্থনীতির উন্নতি হবে।

এর আগে দেশের অর্থনীতির দুর্দিন এসেছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। পাশাপাশি 'কর সংক্রান্ত সন্ত্রাসবাদ' থামাতেও কেন্দ্রীয় সরকারকে বলেন তিনি। বিজেপি সাংসদ বলেছেন, মোদী সরকারের একাধিক পদক্ষেপ দেশকে অগ্রগতির পথে নিয়ে গেলেও অর্থনৈতিক দিক থেকে তেমন অগ্রগতি হয়নি। সেরকম ফল প্রকাশ পায়নি বলে দাবি করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।
এদিকে গতকাল এক সাংবাদিক সুব্রহ্মণ্যম স্বামীকে জিজ্ঞাসা করেন যে ইন্দোনেশিয়ার নোটে গণেশের ছবি রয়েছে, তাহলে কী ভারতীয় মুদ্রাতেও এরকম কিছু থাকা উচিত? এর জবাবে স্বামী বলেন, 'এই প্রশ্নের জবাব কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারবেন। আমি ব্যক্তিগত ভাবে এর পক্ষে। ভগবান গণেশ সব বাধা বিপত্তি দূর করে। তবে আমি বলব আমাদের নোটে মা লক্ষ্মীর ছবি থাকা উচিত। তা হলে দেশের অর্থনীতির উন্নতি হবে।'
এরপর সিএএ নিয়েও মুখ খোলেন রাজ্যসভার ই সদস্য। তিনি বলেন, 'একসময় কংগ্রেস ও মহাত্মা গান্ধী নিজে এর (সিএএ) পক্ষে সওয়াল করেছিলেন। মনমোহন সিং ২০০৩ এর পক্ষে সংসদে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন। এখন তারা সেই দাবি থেকে সরে এসে বলছে যে আমরা পাকিস্তানের মুসলিমদের সঙ্গে অন্যায় করছি। কোন অন্যায়টা করা হয়েছে? পাকিস্তানের মুসলিমরা ভারতে আসতে না চাইলে তো আমরা জোর করতে পারি না।'