For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের বিরুদ্ধে 'দেশবিরোধিতা'র অভিযোগ তুলে আদালতমুখী বিজেপি নেতা! ফের খবরে স্বামী

মোদী সরকারের বিরুদ্ধে 'দেশবিরোধীতা'র অভিযোগ তুলে আদলত মুখী দলীয় নেতা! ফের খবরে স্বামী

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ফের একবার বিতর্কের কেন্দ্রে। আর এবার তিনি বিজেপির পার্টিলাইনের বাইরে গিয়ে উঠে এসেছেন বিতর্কের কেন্দ্রে। যার মূল ইস্যু হল এয়ার ইন্ডিয়ার সত্ত্ব বিক্রি নিয়ে মোদী সরকারের পদক্ষেপ।

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ক্ষোভ

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ক্ষোভ

এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী ১৭ মার্চের মধ্যে যাঁরা এয়ার ইন্ডিয়ার সত্ত্ব কিনতে ইচ্ছুক সেই সংস্থাগুলি যেন নিজেদের নাম নথিভূক্ত করে নেয়। আর এমন সরকারি বিজ্ঞপ্তির পর রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । আর তার জেরেই এদিন তাঁর টুইটার পোস্ট বিতর্কের কেন্দ্রে উঠে আসে।

সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য

সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য

এদিন সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্যে উঠে আসে দলের বিরুদ্ধে ক্ষোভ। তিনি বলেন, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণের কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপ দেশ বিরোধী। এরপর তিনি বলেন, ' আর তার জেরেই আমাকে আদালতে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের পরিবারিক রুপো বিক্রি করতে পারিনা।' সাফ ভাষায় তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন যে মোদী সরকারের এমন পদক্ষেপে তিনি বিজেপির বিরুদ্ধেই যেতে চান আদালতে। আর তাতেই বিতর্কের পারদ চড়ছে। অন্যদিকে, মোদী সরকারের এমন পদক্ষেপকে তিনি দেশ বিরোধী বলেও আখ্যা দিয়েছেন।

কংগ্রেসের তোপ

কংগ্রেসের তোপ

এদিকে, কংগ্রেসও এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের তরফে কপিল সিব্বল অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকারের দেশ চালাবার মতো টাকা নেই। আর তার জেরেই এমন বেসরকারীকরণের পদক্ষেপ নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

রয়েছে দেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি! রাষ্ট্র সংঘের কাছে আদিবাসীদের স্বীকৃতির দাবি, সমর্থন পাওয়ারেররয়েছে দেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি! রাষ্ট্র সংঘের কাছে আদিবাসীদের স্বীকৃতির দাবি, সমর্থন পাওয়ারের

English summary
Subramanian Swamy threatens to move court, Cong says govt has no money, selling all assets .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X