For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রধানমন্ত্রীর উচিত উর্জিতকে ফিরিয়ে আনা', আরবিআই গর্ভনরের ইস্তফায় বিস্ফোরক সুব্রহ্মণ্যম

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন থেকেই একাধিক ইস্তফার ঘটনায় জেরবার মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন থেকেই একাধিক ইস্তফার ঘটনায় জেরবার মোদী সরকার। সকালেই এদিন নিজের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন উপেন্দ্র কুশওয়াহা, অন্যদিকে বেলা গড়াতেই রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত প্যটেলের ইস্তফার খবর আসে।

প্রধানমন্ত্রীর উচিত উর্জিতকে ফিরিয়ে আনা, আরবিআই গর্ভনরের ইস্তফায় বিস্ফোরক সুব্রহ্মমণ্যম

এদিকে, উর্জিত প্যাটেলের ইস্তফার ঘটনার বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, ' ওঁর (উর্জিত প্যটেলের) ইস্তফা অর্থনীতি, আরবিআই, সরকার সব পক্ষেই খারাপ খবর। জুলাই পর্যন্ত তাঁর থাকা উচিত ছিল। পরবর্তী সরকার আসা পর্যন্ত উর্জিত প্যাটেলের থাকা দরকার ছিল। প্রধানমন্ত্রীর উচিত তাঁকে ডেকে পাঠিয়ে কথা বলা, ইস্তফার পদক্ষেপ থেকে বিরত করা দরকার তাঁকে (উর্জিত প্যটেল)। '

উল্লেখ্য, উর্জিত প্যাটেলের ইস্তফাকে কেন্দ্র করে একাধিক বিষয় উঠে আসছে। ওয়াকিবহাল মহলের দাবি, তাঁর সঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলি ও নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন বিষয়ে বিরোধ বাধে। কেন্দ্র ও আরবিআই সংঘাত ছিল কয়েকটি বিষয়ে। যার মধ্যে ছিল ব্যাঙ্কের অতিরিক্ত সঞ্চয়। আরবিআইয়ের কাছে অতিরিক্ত ৩.৬ লক্ষ কোটি টাকা রয়েছে। সরকারের যুক্তি তা উন্নয়নের কাজে লাগতে পারে। তবে ব্যাঙ্কের যুক্তি ছিল, আপতকালীন ফান্ড হিসাবে ওই টাকা রাখা হয়েছে। তা দেওয়া যাবে না। পরে অবশ্য আরবিআই কিছু টাকা দিতে রাজি হয়েছিল। প্রসঙ্গত, এদিন পদত্যাগের মুহূর্তে উর্জিত প্যাটেল সহকর্মী, আরবিআই ডিরেক্টর ও আরবিআই সেন্ট্রাল বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। সকলে মিলে কাজ করে আরবিআই-কে সাফল্যের চূড়ায় তুলে ধরার জন্য তিনি বিদায়বেলায় আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

English summary
Subramanian Swamy on Urjit Patel's resignation as RBI Governor steps down .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X