For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রাম মন্দির তৈরি নভেম্বরেই! ফের খবরে সুব্রহ্মমণ্যম স্বামী

এবার বিজেপি শাসিত যোগী রাজ্যের অযোধ্যার রাম মন্দির নিয়ে মুখ খুলে ফের শিরোনামে বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মমণ্যম স্বামী। তাঁর দাবি আগামী নভেম্বর মাসেই অযোধ্যায় রামমন্দির তৈরি হবে।

  • |
Google Oneindia Bengali News

এবার বিজেপি শাসিত যোগী রাজ্যের অযোধ্যার রাম মন্দির নিয়ে মুখ খুলে ফের শিরোনামে বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মমণ্যম স্বামী। তাঁর দাবি আগামী নভেম্বর মাসেই অযোধ্যায় রামমন্দির তৈরি হবে। পাশাপাশি, তাঁর আশা অযোধ্যা মামলা নিয়ে রাম মন্দিরের স্বপক্ষেই রায় যাবে।

অযোধ্যায় রাম মন্দির তৈরি নভেম্বরেই! ফের খবরে সুব্রহ্মমণ্যম স্বামী

সুপ্রিম কোর্টের দুঁদে এই আইনজীবীর দাবি, পুজো করার অধিকার দেশের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই যে মন্দির শ্রীরামচন্দ্রের জন্মস্থানে তৈরি হয়েছে তা কেড়ে নেওয়া যাবে না বলে দাবি করেন এই বিতর্কিত বিজেপি নেতা। সুব্রহ্মমণ্যম স্বামীর দাবি ' যে মন্দির শ্রী রামের জন্মস্থানে তৈরি , তা সরানো যাবে না।' এভাবেই বক্তব্য রাখেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মমণ্য স্বামী।

[ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত][ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত]

সুব্রহ্মমণ্যম স্বামীর দাবি, ' নির্বাচনের আগে কেউ ভাবতে পারেননি যে আমরা কাশ্মীর ইস্যুকে সমাধান করে ফেলব। বিরোধীরা বলছিল তারা এটা হতে দেবে না। আমি মোদীজির জন্য গর্বিত। ' প্রসঙ্গত, সুব্রহ্মমণ্যম স্বামী ছাড়াও এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও রামমন্দিরের দাবিতে জোরদার সওয়াল তোলেন।'

[ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত][ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত]

English summary
Subramanian Swamy claims Ram temple construction will commence in November.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X