For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী দেশে ফেরার পরই ভারতের প্রস্তাবে ভেটো! 'চিনের মাস্টারস্ট্রোক' বললেন স্বামী

চিনের সঙ্গে ভারতের সংঘাত নতুন নয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকেও উপস্থিত ছিল দুই দেশই। কিন্তু, বৈঠক শেষ হতেই মুখোশ খুলে গেল বেজিং-এর। ভারত ও আমেরিকা যখন মুম্বই হামলার অন্যতম চক্রীকে কালো তালিকায় ফেলতে উদ্যত হয়েছ

  • |
Google Oneindia Bengali News

চিনের সঙ্গে ভারতের সংঘাত নতুন নয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকেও উপস্থিত ছিল দুই দেশই। কিন্তু, বৈঠক শেষ হতেই মুখোশ খুলে গেল বেজিং-এর। ভারত ও আমেরিকা যখন মুম্বই হামলার অন্যতম চক্রীকে কালো তালিকায় ফেলতে উদ্যত হয়েছে, তখন বাধা দেওয়ার কথা বলল চিন।

চিনের মাস্টারস্ট্রোক বললেন স্বামী

এসসিও বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদস্য দেশগুলির মুখোমুখি হয়েছিলেন তিনি। ছিল চিনও। আর মোদী ভারতে ফেরার অব্যবহিত পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে চিন। বৈঠকের পরই চিনের এই ঘোষণাকে মাস্টারস্ট্রোক বলে উল্লেখ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুবহ্মণ্য স্বামী।

শনিবার তিনি এই সংক্রান্ত একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী মোদী ভারতের ফেরার পর, এসসিও বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই চিন জানিয়েছে, পাক জঙ্গিদের কালো তালিকাভুক্ত করার যে উদ্যোগ ভারত ও আমেরিকা নিয়েছিল, তাতে বাধা দেওয়ার কথা জানিয়েছে চিন। এটা কি মাস্টারস্ট্রোক নয়?'

২৬/১১ মুম্বই হামলার চক্রী হিসেবে নাম রয়েছে পাক জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি সাজিদ মীরের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সেই সাজিদকে 'আন্তর্জাতিক জঙ্গি' তকমা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। চলতি বছরের জুন মাসে এই সাজিদকে ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছে পাকিস্তান।

তবে মুম্বই হামলার সঙ্গে সাজিদের যোগ থাকার কোনও পদক্ষেপ করা হয়নি ইসলামাবাদের তরফে। আমেরিকা সাজিদের মাথার দাম ধার্য করেছে ৫০ লক্ষ ডলার। মনে করা হচ্ছে, 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স' যে ভাবে পাকিস্তানকে ধূসর তালিকায় ফেলতে চায়, তার থেকে অব্যাহতি পেতেই এ সব পদক্ষেপ করছে পাকিস্তান।

English summary
subramanian swamy called it masterstroke after China announced veto to India to extradite Pak terrorists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X