For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সাংসদের গলায় এখন কংগ্রেসের সুর, মোদীকে ‘পরামর্শ’ দিয়ে বাড়ালেন দলের অস্বস্তি

কংগ্রেসের ডাকা বনধের দিন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যেই খোঁচা খেয়েছে মোদী সরকার। তাঁর বক্তব্যে গিয়েছে কংগ্রেস তথা বিরোধীদের পক্ষেই।

  • |
Google Oneindia Bengali News

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে শুধু বিরোধীরাই নয়, এনডিএ-র শরিকদের মধ্যে অনেকেই বেঁকে বসেছিলেন। এবার বিজেপির অন্দরেই উল্টো সুর শোনা গেল। খোদ বিজেপি সাংসদের মন্তব্যেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। কংগ্রেসের ডাকা বনধের দিন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যেই খোঁচা খেয়েছে মোদী সরকার। তাঁর বক্তব্যে গিয়েছে কংগ্রেস তথা বিরোধীদের পক্ষেই।

বিজেপি সাংসদের গলায় এখন কংগ্রেসের সুর, মোদীকে ‘পরামর্শ’ দিয়ে বাড়ালেন দলের অস্বস্তি

তিনি বলেন, বিশ্বের বাজারে অপরিশোধিত পেট্রোপণ্যের দাম ৪০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তাহলে আমাদের দেশের বাজারে তা এত বেশি কেন? আমাদের প্রধানমন্ত্রীর এই বিষয়টি দেখা উচিত। তাঁর উচিত পেট্রোলিয়ামমন্ত্রীর সঙ্গে কথা বলা এবং বিষয়টি নিয়ে ভাবতে বলা। এই বিষয়টি শুধু পেট্রোলিয়াম মন্ত্রকের বিষয় নেই আর। এই বিষয়টি এখন অর্থনীতি বিষয়ক মন্ত্রকেরও অংশ হয়ে উঠেছে।

তাঁর কথায়, বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত সরকারের। তা না হলে দেশের মানুষ চরম সমস্যার মুখে পড়়ছেন, আরও পড়বেন। মানুষের মনও এই সরকারের দিক থেকে ঘুরে যাবে বলে মনে করেন তিনি। সুব্রহ্মণ্যম স্বামী আরও বলেন, যখন অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখনই অন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে বাড়ে তেলের দাম।

[আরও পড়ুন: 'ব্যর্থ ভারত বনধ, তবে হিংসার দায় কে নেবে', এমনই দাবি করে কংগ্রেসকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের][আরও পড়ুন: 'ব্যর্থ ভারত বনধ, তবে হিংসার দায় কে নেবে', এমনই দাবি করে কংগ্রেসকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের]

এরপরই তিনি বলেন, আমি মাইক্রো-ইকোনমির পক্ষে নই, কেননা এটা নির্ভর করে ক্রেতা ও বিক্রেতার উপর। কিন্তু এখানে সমগ্র অর্থনীতিতে প্রভাব ফেলছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। তাই এটা মাইক্রো অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মাক্রো অর্থনীতি অর্থাৎ বৃহদাকার অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। তাই বিষয়টিকে সেভাবেই বিবেচনা করা উচিত সরকারের।

[আরও পড়ুন: মোদীর চাটুকারিতায় পেট্রোপণ্যের বাজার আগুন, বনধে একের পর টুইট-খোঁচা রাহুলের ][আরও পড়ুন: মোদীর চাটুকারিতায় পেট্রোপণ্যের বাজার আগুন, বনধে একের পর টুইট-খোঁচা রাহুলের ]

উল্লেখ্য, কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলগুলিও এই দাবি করে আসছেন। অন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে তেলের দাম কম অথম দেশের বাজারে তেলের দাম বাড়ানো হচ্ছে, এটা মোদী সরকারের চাটুকারিতা বলে ব্যাখ্যা করে আসছিল কংগ্রেস। এখন কংগ্রেসের সেই কথাই প্রতিধ্বনিত হল বিজেপি সাংসদের গলায়। ফলে মোদী সরকারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে প্যাঁচে পড়তে বাধ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেইসঙ্গে কংগ্রেসের দাবি যে সত্যি, তাও প্রমাণতি হল। নৈতিক জয় হল কংগ্রেসের।

[আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল পার্টি অফিস! অনুব্রতর কোপে বিজেপি, দেখুন ভিডিও][আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল পার্টি অফিস! অনুব্রতর কোপে বিজেপি, দেখুন ভিডিও]

English summary
BJP MP Subramanian Swami gives advice to Narendra Modi on price hike issue. He says that PM must ask to petroleum minister to think on that subject,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X