For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজির পরিবারের উপর দু'দশক নজরদারি চালিয়েছে নেহরু সরকার!, ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁসে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ এপ্রিল : তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে এখনও গবেষণার শেষ নেই। তিনি কীভাবে মারা গিয়েছেন, কবে মারা গিয়েছেন, সেই বিমান দুর্ঘটনাতেই কী তাঁর মৃত্যু ঘটেছে, এরকম নানা প্রশ্নে এখনও সারা দেশ উত্তাল। এরই মধ্যে ফের নয়া চাঞ্চল্য তৈরি করা রিপোর্ট সামনে এল নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে।

কেন্দ্রের একটি গোপন রিপোর্টে জানা গিয়েছে, ১৯৪৮-১৯৬৮ এই কুড়ি বছর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে নজরদারি চালানো হত নেতাজির পরিবারের লোকেদের উপর। নেতাজির কলকাতার দুটি বাড়িতে এই নজরদারি চলত, একটি ১, উডবার্ন পার্কের বাড়িতে ও অন্যটি ৩৮/২ এলগিন রোডের বাড়িতে।

নেতাজির পরিবারের উপর দু'দশক নজরদারি চালিয়েছে নেহরু সরকার!, ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁসে চাঞ্চল্য


এক ইংরেজি দৈনিকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। সেইসময় রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। তখন বেশিরভাগ সময় জুড়েই দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।

ন্যাশনাল আর্কাইভে পাঠানো সেইসময়কার তথ্য যাচাই করেই এই তথ্য সামনে এসেছে বলে ওই ইংরেজি দৈনিকে দাবি করা হয়েছে। জানানো হয়েছে, অনূজ ধর, যিনি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে বই লিখেছেন তিনি গতমাসে ন্যাশনাল আর্কাইভে এরকম দুটি গোপন ফাইল খুঁজে পান। ফাইলপত্র এদিক-ওদিক সরানোর সময়ই ভুল করে তা বেরিয়ে পড়ে বলে দাবি ওই দৈনিকে দাবি করেছেন অনূজবাবু।

English summary
Subhas Chandra Bose's family members were kept under surveillance between 1948 and 1968
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X