For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে ফুসফুসেই নয়, পেটের ভিতরেও আরও এক সমস্যা হতে পারে! বলছে গবেষণা

করোনার জেরে ফুসফুসেই নয়, পেটের ভিতরেও আরও এক সমস্যা হতে পারে! বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দংশনে শুধুমাত্র ফুসফুস জনিত শ্বাসকষ্টই নয়, পেটের ভিতরেও বহু বিধ সমস্যা হতে পারে। হংকং এর এক নতুন গবেষণা এই সম্পর্কে বক্তব্য প্রকাশ করেছে। সেই গবেষণার তথ্য নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে।

কী জানতে পেরেছেন গবেষকরা?

কী জানতে পেরেছেন গবেষকরা?

গবেষকদের দাবি, করোনার জেরে শুধুমাত্র ফুসফুসেই নয়, দেহের মধ্যে অন্ত্রেও সমস্যা দানা বাঁধতে পারে। এতদিন মনে করা হচ্ছিল যে করোনা শুধুমাত্র ফুসফুসেই দানা বেঁধে শরীর বিকল করে দেয়। তবে এখন সেই ধারণার সঙ্গে আ রও এক তত্ত্ব যুক্ত হল।

 কীভাবে সংগঠিত গবেষণা?

কীভাবে সংগঠিত গবেষণা?

গবেষণা বলছে, করোনা আক্রান্ত রোগীর দেহে মল নিয়ে পরীক্ষা করেছেন গবেষকরা। সেখানে দেখা গিয়েছে, করোনা ভাইরাস শরীরে ঢুকে গিয়ে অন্ত্রে আক্রমণ চালাচ্ছে।

 কী থেকে এমন ধারণা?

কী থেকে এমন ধারণা?

জানা গিয়েছে, বাদুড় নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সেখানে দেখা গিয়েছে, শুধু মানুষই নয়, বাদুড়ের পেটের ভিতরও সংক্রমণের থাবা বসাচ্ছে করোনা। ফলে তাদের মল থেকে করোনা ছড়ানোর আশঙ্কা থেকে মুক্ত হতে পারছেনা বিজ্ঞান।

 ধোঁয়াশা রয়ে গিয়েছে!

ধোঁয়াশা রয়ে গিয়েছে!

বিজ্ঞানীরা বলছেন, কীভাবে শরীরে ঢুকে এই ভাইরাস পেটের ভিতর অন্ত্রে আক্রমণ শানাচ্ছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। আর এই জায়গাটি নিয়েই তাঁরা পরবর্তী পর্বের গবেষণা চালাচ্ছেন।

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলেকরোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

English summary
Study says, Novel coronavirus may infect human intestines as well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X