জ্বর-কাশিই করোনা আক্রান্তদের প্রাথমিক উপসর্গ, বলছে সমীক্ষা
করোনার থাবায় জর্জরিত গোটা দুনিয়া। ভারতেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই করোনার উপসর্গ হিসেবে একাধিক লক্ষণের কথাই উল্লেখ করেছেন গবেষকেরা। ক্লান্তি, ঘ্রাণ শক্তি হ্রাস, শ্বাসকষ্টের মত এমন অনেক লক্ষণকেই করোনার উপসর্গ হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু সম্প্রতি ব্রিটেনের লেডস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে জ্বর এবং কাশিই কোভিড-১৯ এর সর্বাধিক প্রচলিত প্রাথমিক লক্ষণ।

৯টি দেশের ২৪,০০০ করোনা আক্রান্ত রোগীর উপর চালানো হয় সমীক্ষা
করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ গুলির কথা উল্লেখ থাকলেও, জ্বর-কাশিকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন ব্রিটেনের গবেষকরা। এই খাতে ব্রিটেন, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ মোট নয়টি দেশের ২৪,০০০ এরও বেশি করোনা আক্রান্ত রোগীর সাধারণ উপসর্গের উপর সমীক্ষা চালানো হয় বলে জানা যাচ্ছে। এরপর ১২৮ টি পৃথক সমীক্ষায় প্রাপ্ত ফলাফলকে পর্যালোচনা করেই করোনার সবচেয়ে বিশ্বাসযোগ্য উপসর্গ হিসেবে কাশি এবং জ্বরকে চিহ্নিত করেন গবেষকরা।

আক্রান্তের ৭১% এর মধ্যে জ্বর ও ৫৭% এর মধ্যে দেখা গেছে কাশির উপসর্গ
গবেষকেরা জানিয়েছেন, ২৪,৪১০ জন আক্রান্তের উপর চালানো সমীক্ষার উপর ভিত্তি করে প্রায় ৭১% রোগীর মধ্যে দেখা গেছে জ্বর এবং ৫১% রোগীর মধ্যে দেখা গেছে কাশীর উপসর্গ। যদিও বিভিন্ন দেশে এই পরিসংখ্যানের বৈচিত্র্য রয়েছে। নেদারল্যান্ডসে কাশীর উপসর্গ দেখা গেছে ৭৬% আক্রান্তের মধ্যে যেখানে দক্ষিণ কোরিয়ায় কাশির উপসর্গ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১৮% মানুষ।

একেবারে নস্যাৎ করে দেওয়া যাচ্ছেনা অন্যান্য উপসর্গগুলিও
গবেষণায় দেখা গেছে জ্বর কাশি বাদে প্রায় ৩১% মানুষ ক্লান্তির মত উপসর্গ অনুভব করেছেন। ২৫% হারিয়েছেন ঘ্রাণ শক্তি, এবং ২৩% ভুগেছেন তীব্র শ্বাসকষ্টে৷ হাসপাতাল গুলিতে চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করে দেখা গেছে, ১৭% মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা জনিত চিকিৎসার প্রয়োজন হয়েছে, ৯% এর প্রয়োজন হয়েছে ভেন্টিলেশন এবং মাত্র ২% রোগীর ক্ষেত্রে প্রয়োজন হয়েছে কৃত্রিম ফুসফুসের।

গবেষণায় প্রমানিত কাশি ও জ্বরই করোনার সর্বাধিক সাধারণ উপসর্গ
করোনা ভাইরাস নিয়ে এখনও পর্যন্ত যতগুলি সমীক্ষা হয়েছে তারমধ্যে এই সমীক্ষাটি অন্যতম গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন গবেষকরা। যদিও, করোনায় আক্রান্ত অথচ এই লক্ষণ গুলির নজির মেলেনি এমন রোগীদেরও একটি বিরাট সংখ্যা থাকতে পারে বলে আগেই জানিয়েছেন গবেষকরা। তবুও মেডিকেল রিসার্চ-এর একজন সার্জন এবং ক্লিনিকাল রিসার্চ ফেলো রাইকি ওয়েড বলেন, "এই গবেষণা থেকে নিশ্চিত হওয়া যায় যে করোনায় আক্রান্ত রোগীদের কাশি এবং জ্বর হল সবচেয়ে সাধারণ উপসর্গ।"

লকডাউনের জের, খেলা বাদ দিয়ে দিন মজুর, ড্রেন পরিষ্কারে সার্কাস শিল্পীরা