For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাদের মধ্যে মোদী-কেজরিওয়াল, দলে বিজেপি সবচেয়ে জনপ্রিয় টুইটারে : সমীক্ষা

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ এপ্রিল : আধুনিক জীবনধারায় টুইটার হল সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট। শুধু টিনএজ প্রজন্মই নয়, টুইটারে আনাগোনা বয়স নির্বিশেষে ইচ্ছুক সকলেরই। বাদ পড়েন না তাবড় নেতানেত্রীরাও। টুইটারে জনপ্রিয়তার নিরিখে বলতে পারবেন সবচেয়ে এগিয়ে কে? সমীক্ষা বলছে এই নির্বাচনী মরশুমে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীই সবচেয়ে বেশি আলোচ্য বিষয় টুইটারেরর।

সিমপ্লিফাই৩৬০ নামের একটি সোস্যাল বিজনেস ফার্ম এই সমীক্ষা চালিয়েছে। রাজনীতিবিদদের সচেতনতা, মোট বিস্তৃতি,অন্যান্য সোস্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের উপস্থিতি,ছবি-ভিডিও-লিঙ্ক শেয়ার, তাদের নিয়ে সাধারণ মানুষের সন্তোষ ইত্যাদি নানাধরণের পরিমিতিতে জনপ্রিয়তা মাপা হয়েছে। এবং এই পরিমিতির সমষ্টিকে সিমপ্লিফাই সোস্যাল ইনডেক্স বলা হচ্ছে। এই সোস্যাল ইনডেক্স যার যত বেশি হবে তার জনপ্রিয়তা তত বেশি হবে।

analysis1

নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁর সিমপ্লিফাই সোস্যাল ইনডেক্স (এসএসআই) হল ৭৬। যা বাকিদের থেকে বেশি। ১,৯৭,৯০২ জন মোদীর বিষয়ে টুইটারে আলোচনা করেন। মোদীর এক মাসে মোট 'বাজ' ১৫,২৯.৭৯৬।

নির্বাচনী যুদ্ধ মূলত মোদী-রাহুল গান্ধী হলেও টুইটার যুদ্ধে কিন্ত মোদীর সঙ্গে লড়াইয়ে রাহুলকে টেক্কা দিয়ে দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এসএসআই পর্যায়ক্রমে কেজরিওয়াল রয়েছেন ৭৩-এ। যদিও তাঁর বিষয়ে টুইটারে আলোচনা করেন ২,২০,০৬৯ এবং এক মাসের মোট 'বাজ' ২০,১৪,২৫৯ যা মোদীর থেকে বেশি হলেও এসএসআই-এর অন্যান্য পরিমিতিতে কিছুটা পিছিয়ে পড়েছেন কেজরিবাবু।

তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। রাহুলের এসএসআই পর্যায়ক্রম ৭২। মার্চ মাসের নিরিখে কমপক্ষে ৭৯,৭১৩ রাহুলের বিষয়ে আলোচনা করেন এবং ওই মাসের মোট 'বাজ' ৩,২৯,১৮০। ছেলের পিছু পিছু আসছেন মা। সোনিয়া রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর এসএসআই পর্যায়ক্রম ৭১।

analysis2

৬৮ এসএসআই পর্যায়ক্রম নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বিজেপির রাজনাথ সিং। ৬৬ এসএসআই পর্যায়ক্রম নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন মনমোহন সিং এবং শশী থারুর। শরদ পাওয়ার, যোগেন্দ্র যাদব এবং অরুণ জেটলি যথাক্রমে রয়েছেন অষ্টম, নবম ও দশম স্থানে।

parties

রাজনৈতিক নেতাদের মতো রাজনৈতিক দলগুলির উপরও সমীক্ষা চালিয়েছে এই ফার্ম। মোদী হাওয়ায় ভারতীয় জনতা পার্টি টুইটারেও হিট এবার। বিজেপির ক্ষেত্রে দেখা গিয়েছে এসএসআই পর্যায়ক্রম হল ৭৪। ২,১০,১০৫ জন মোদীর বিষয়ে টুইটারে আলোচনা করেন। মোদীর এক মাসে মোট 'বাজ' ২১,১৬.৫৬২।

দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের এসএসআই পর্যায়ক্রম ৭৩। মার্চ মাসের নিরিখে কমপক্ষে ১,২৪,৬৩৩ রাহুলের বিষয়ে আলোচনা করেন এবং ওই মাসের মোট 'বাজ' ৪,৭৯,৪৭৭। বিজেপি ও কংগ্রেসের পরেই রয়েছে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নেওয়া আম আদমি পার্টি। এসএসআই পর্যায়ক্রম ৭২। কমপক্ষে ১,০৯,০৯৭ রাহুলের বিষয়ে আলোচনা করেন এবং ওই মাসের মোট 'বাজ' ৮,০৫,০৯২।

এনসিপি, বিএসপি, ডিএমকে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠা স্থানে রয়েছে।

English summary
Study finds that Modi, Kejriwal,BJP most popular on Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X