For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশান্ত কাশ্মীর উপত্যকা,নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ

ফের অশান্ত কাশ্মীর উপত্যকা। সেখানে এক নাগরিকের মত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিংসার লিপ্ত হয়ে উপত্যকার পড়ুয়ারা।

  • |
Google Oneindia Bengali News

ফের অশান্ত কাশ্মীর উপত্যকা। সেখানে এক নাগরিকের মত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিংসার লিপ্ত হয়ে উপত্যকার পড়ুয়ারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদিন নিরাপত্তা বাহিনীর কর্মীদের ওপর চড়াও হয় স্থানীয়রা।

অশান্ত কাশ্মীর উপত্যকা,নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ

[আরও পড়ুন:মনোনয়ন ঘিরে ফের অশান্ত বাঁকুড়া, বিজেপি-র পর এবার আক্রান্ত সিপিএম][আরও পড়ুন:মনোনয়ন ঘিরে ফের অশান্ত বাঁকুড়া, বিজেপি-র পর এবার আক্রান্ত সিপিএম]

উল্লেখ্য, ১৩ জন জঙ্গির মৃত্যুর পর অশান্ত কাশ্মীরে এদিন খোলা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর তা খুলতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। কারণ ১৩ জন জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি , কাশ্মীরে প্রাণ হারিয়েছেন ৫ জন নাগরিকও। আর সেই ঘটনার কারণেই উত্তেজনা-বিক্ষোভের পারদ চড়তে থাকে কাশ্মীরে।

লাল চকে বহু ছাত্রীদের জমায়েত দেখা যায় এদিন। একাধিক কলেজ থেকে মিছিল করে তারা জমায়েত করতে থাকেন লাল চকে। এরই মধ্যে কাশ্মীরের বেশ কিছু অংশে চলে নিরাপত্তা বাহিনী- পড়ুয়াদের মুখো মুকি লড়াই। বহু পুলিশ বাহ্রার পুড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এরই মধ্যে এদিন সংঘর্ষে মৃত এক নাগরিকের বাড়িতে শোক প্রকাশ করেত পৌঁছন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। উল্লেখ্য, ওই নাগরিকের মৃত্যুর জন্য সাসপেন্ড করা হয়েছে কাশ্মীর পুলিশের এক কনস্টেবলকেও।

[আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ঘটনায় বিজেপি-কে হুঁশিয়ারি পার্থর][আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ঘটনায় বিজেপি-কে হুঁশিয়ারি পার্থর]

English summary
Students clash with forces in Kashmir amid protest over death of civilians.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X